আজ ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি

পিশুরাম পোর্দ্দার সার্বজনীন শ্রী শ্রী দুর্গা ও কালি মন্দির পক্ষ থেকে শারদীয় দুর্গা পুজার শুভেচ্ছা

  • In ধর্ম
  • পোস্ট টাইমঃ ২৩ অক্টোবর ২০২৩ @ ০৫:০২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৩ অক্টোবর ২০২৩@০৫:০২ অপরাহ্ণ
পিশুরাম পোর্দ্দার সার্বজনীন শ্রী শ্রী দুর্গা ও কালি মন্দির পক্ষ থেকে শারদীয় দুর্গা পুজার শুভেচ্ছা

।।স্টাফ রিপোর্টার।।

ধর্ম যার যার উৎসব সবার” যারা ধর্ম ও জাতীকে বিভেদ করে তারা কখনো আসল মানুষ নয়। পিশুরাম পোর্দ্দার সার্বজনীন শ্রী শ্রী দুর্গা ও কালি মন্দির ঈশ্বরকান্দি, বলিরাম, বড়বাড়ী, লালমনিরহাট।

পুজা কমিটির পক্ষ  থেকে সকল সর্বস্তরের  সনাতন ধর্ম ও সকল মানুষের প্রতি শুভকামনা, শারদীয় দুর্গা পুজার শুভেচ্ছা, অভিনন্দন জানিয়েছে।

এ বছরের ২০শে অক্টোবর ২০২৩ ইং তারিখ রোজ শুক্রবার পঞ্জিকার তিথিলগ্ন অনুযায়ী সকাল ৬টা ১০মিনিটে কল্পা আরম্ভ এবং বোধন আমন্ত্রণ মঙ্গলাচরণ ঘট স্থাপন অধিবাস। পৌরাণিক শাস্ত্র মতে মনে করা হয় মাতৃপক্ষ ষষ্ঠী তিথিতেই মা দুর্গা স্বর্গ থেকে মর্ত্যলোকে পদার্পণ করেন।

সকল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষদের বছরের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যা আগামী ২৪ অক্টোবর মঙ্গলবার দশমী পূজা দর্পণ ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights