আজ ২রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২৫শে জিলকদ, ১৪৪৫ হিজরি

শেখ হাসিনা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত : এমপি তানসেন

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ২২ অক্টোবর ২০২৩ @ ০৮:৪৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২২ অক্টোবর ২০২৩@০৮:৪৫ অপরাহ্ণ
শেখ হাসিনা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত : এমপি তানসেন
ছবি- বিডিহেডলাইন্স

।।নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি।।

জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য একেএম রেজাউল করিম তানসেন এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এমন এক অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা, যেখানে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকবে। জননেত্রী শেখ হাসিনা সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

আওয়ামী লীগ নেতৃত্বাধিন ১৪ দলের সরকার আমলে সব ধর্মের মানুষ সমান সুযোগ-সুবিধা পাচ্ছেন। ঐতিহাসিকভাবেই বাংলাদেশ ধর্মীয় সহনশীলতার দেশ। দেশের প্রত্যন্ত গ্রামে উন্নয়নের ছোয়া লেগেছে। উন্নয়নের অগ্রযাত্রার ধারাবাহিকতা ধরে রাখতে ১৪ দলের সরকারকে আবারো ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

রোববার (২২ অক্টোবর) বিকেলে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দাসগ্রাম বারোয়ারী দুর্গা মন্দিরে পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। দামুয়াপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, হাঁটুয়া সার্বজনীন দুর্গা মন্দির, বুড়ইল সার্বজনীন দুর্গা মন্দির ও আলাইপুর দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান ঘোষণা করেন সংসদ সদস্য। তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

পৃথক পূজামন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন, পৌরসভার সাবেক মেয়র সুশান্ত কুমার শান্ত, বীর মুক্তিযোদ্ধা জিতেন্দ্রনাথ গৌর, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন মন্ডল, থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম, তারিকুল ইসলাম, নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাবের সভাপতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন হানিফ, বুড়ইল ইউনিয়ন যুবলীগের সভাপতি লিটন চৌহান, ইউপি সদস্য আব্দুল জব্বার, সাইদুল ইসলাম প্রমুখ।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights