আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

কিয়েভে রাশিয়ার আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলা

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১৮ মে ২০২৩ @ ০১:৫৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৮ মে ২০২৩@০১:৫৫ অপরাহ্ণ
কিয়েভে রাশিয়ার আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলা

বিডিহেডলাইন্স ডেস্ক :

ইউক্রেনের রাজধানী কিয়েভের আকাশে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এ নিয়ে চলতি মাসে কিয়েভে নয়বার হামলা চালালো রুশ সেনারা। কিয়েভের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা প্রায় সবগুলো ক্ষেপণাস্ত্রই প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রে ধ্বংসাবশেষের কারণে দুই জেলায় বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে বলে জানানো হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, কৃষ্ণসাগরের ওডিসা বন্দরে একটি ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং আরও দুজন আহত হয়েছে। এছাড়া মধ্য-পশ্চিমাঞ্চলীয় ভিনিতসিয়া, খেমেলনিতৎস্কি এবং ঝিতোমির অঞ্চলেও ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

গত বুধবার খেরসন শহরের কাছে হামলার ঘটনায় পাঁচ বছর বয়সী এক শিশুসহ কমপক্ষে ৮ জন নিহত হয়। এছাড়া আহত হয় আরও ১৭ জন। এছাড়া স্থানীয় সময় মঙ্গলবার সকালে কিয়েভে কয়েক দফা হামলা চালানো হয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ১৮টি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। এর মধ্যে ছয়টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights