আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বান্দরবানে কুকি-চিন সন্ত্রাসীদের গুলিতে দুই সেনাবাহিনী নিহতঃ

বান্দরবানে কুকি-চিন সন্ত্রাসীদের গুলিতে দুই সেনাবাহিনী নিহতঃ

বিডিহেডলাইন্স ডেস্ক :

বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল আর্মি(কেএনএ) সন্ত্রাসীদের অতর্কিত হামলা ও গুলিবর্ষণে সেনাবাহিনীর দু’জন সৈনিক নিহত ও দুই অফিসার আহত হয়েছেন।

বুধবার ১৭মে দুপুরে এ তথ্য জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর(আইএসপিআর) ।

আইসপিআর থেকে বলা হয়েছে- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের রুমা উপজেলার অন্তর্গত সুংসুংপাড়া সেনা ক্যাম্পের আওতাধীন জারুলছড়িপাড়া নামক স্থানে সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানার খবর পায় সেনাবাহিনী। এই তথ্যের ভিত্তিতে সুংসুংপাড়া আর্মি ক্যাম্প হতে মেজর মনোয়ারের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল টিম মঙ্গলবার সংশ্লিষ্ট স্থানে গমনের উদ্দেশে যাত্রা করে। ওই টহল দলটি জারুলছড়ি পাড়ার নিকটস্থ পানির ছড়ার কাছাকাছি পৌঁছালে আনুমানিক কেএনএ সন্ত্রাসীদের ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ও অতর্কিত গুলিবর্ষণের শিকার হয়।

আইসপিআর পক্ষ থেকে আরো বলা হয়- এ ঘটনায় দু’জন অফিসার ও দু’জন সৈনিক আহত হন। আহতদের হেলিকপ্টারের মাধ্যমে সিএমএইচ চট্টগ্রামে স্থানান্তরিত করা হয়। পরে চিকিৎসারত অবস্থায় আহত সৈনিকদ্বয় মৃত্যুবরণ করেন। আহত অফিসারদ্বয় বর্তমানে চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক কুকি-চিন ন্যাশনাল আর্মি(কেএনএ) বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার গহীন অরণ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে।

দেশমাতৃকার জন্য আত্মোৎসর্গকারী শহীদ সেনাসদস্যদের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে সেনাবাহিনী প্রধান গভীর শোক প্রকাশ করেছেন ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights