।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
বিচ্ছিন্ন হতে চাওয়া নাগোরনো-কারাবাখ অঞ্চলের সাবেক এক প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার করেছে আজারবাইজান। গত সপ্তাহে বিদ্যুৎগতির অভিযানের পর এটাই প্রথম ওই অঞ্চলের বিদ্রোহী সরকারের বড় কোনো নেতাকে গ্রেপ্তার করা হলো। আজারবাইজান বলছে, এই অভিযানের মধ্য দিয়ে অঞ্চলটিকে তাদের সঙ্গে পুনরায় একীভূত করা হবে।
গ্রেপ্তার হওয়া রুবেন ভার্দানিয়ান সম্পদশালী ব্যবসায়ী। নাগোরনো-কারাবাখ রিপাবলিকে তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বুধবার সকালে আর্মেনিয়ায় প্রবেশ করতে সীমান্ত পাড়ি দেয়ার সময় তাকে আটক করা হয়। আজারবাইজানের নিয়ন্ত্রণ এড়াতে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি নৃতাত্বিক আর্মেনীয় নাগোরনো-কারাবাখ ছেড়েছেন। তাদের একজন হয়ে আর্মেনিয়া পাড়ি দিচ্ছিলেন ভার্দানিয়ান।
রাশিয়ায় বিনিয়োগ ব্যাংকিংয়ের মাধ্যমে সম্পদ গড়েন ভার্দানিয়ান। ২০২২ সালে স্বঘোষিত নাগোরনো-কারাবাখ রিপাবলিকে প্রতিমন্ত্রী হিসেবে যোগ দেন তিনি। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বরখাস্ত হওয়ার পরও ওই অঞ্চলের প্রভাবশালী ব্যক্তি তিনি।
গ্রেপ্তারের আগে গত সপ্তাহে দেয়া এক সাক্ষাৎকারে ভার্দানিয়ান বলেছিলেন, যুদ্ধ শুরুর পর তিনি বুঝতে পারছেন আজেরি বাহিনীর লক্ষ্যবস্তু হতে পারেন। আজেরি বাহিনী গ্রাম ও শহরগুলোতে ছড়িয়ে পড়তে থাকায় মাত্র ৭২ ঘণ্টার মধ্যে কারাবাখের ৪০ শতাংশ জনগোষ্ঠী সরে গেছে।
ভার্দানিয়ান অভিযোগ তুলেছিলেন, আজেরি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ কারাবাখে আর্মেনীয়দের বিরুদ্ধে জাতিগত নিধনযজ্ঞের তৎপরতা শুরু করেছেন। ভার্দানিয়ানের স্ত্রী ভেরোনিকা জোনাবেন্ড এক বিবৃতিতে তাকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন।