নাজমুস সাকিব
ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত বাসুদেব সরকার (৬৫) টাঙ্গাইলের দেলদোয়ার উপজেলার সুমেষ সরকারের ছেলে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকালপারসন ফরহাদ হোসেন হিরা।
ফোকালপারসন ফরহাদ হোসেন হিরা বলেন, বাসুদেব সরকার ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ১৬ সেপ্টেম্বর সকালে হাসপাতালে ভর্তি হন। পর দিন সকাল পৌনে ১০ টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চলতি বছরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এপর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। ভর্তিকৃত রোগীর অধিকাংশের অবস্থা স্থিতিশীল রয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৮ জন। হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগী রয়েছে ১১৪ জন। এরমধ্যে পুরুষ ৮৪, নারী ২৩ ও শিশু রয়েছে ৭ জন।