আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

রমজান উপলক্ষে বগুড়ায় ভোক্তা অধিদপ্তরের বিশেষ অভিযান

রমজান উপলক্ষে বগুড়ায় ভোক্তা অধিদপ্তরের বিশেষ অভিযান

বগুড়া প্রতিনিধি:

মাহে রমজান উপলক্ষে বগুড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শহরের ৮টি প্রতিষ্ঠানে জরিমানা করেছে। অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
জানা গেছে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসকের সহযোগিতায় বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এর নেতৃত্বে
শহরের বনানী ও ফুলতলা কাঁচা (সবজি) বাজারে
এই অভিযান পরিচালনা করেন।
মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বিক্রয়ের রসিদ না থাকার অপরাধে ৮ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১২,০০০/- (বারো হাজার) টাকা জরিমানা করা হয়। জেলা নিরাপদ খাদ্য অফিস এবং জেলা পুলিশের একটি চৌকশ দল সহযোগীতা করেন।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। ৮টি দোকানে মূল্য তালিকা ও বিক্রয়ের রসিদ না থাকায় ১২ হাজার টাকা জরিমানা করে হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights