আজ ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

আলীকদমে পানবাজার মালিক ও ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত।

আলীকদমে পানবাজার মালিক ও ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত।

বান্দরবান জেলা প্রতিনিধি।।

বান্দরবানের আলীকদম উপজেলার পানবাজার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতি পদে জনাব আবুল হাসেম,সাধারণ সম্পাদক পদে মোঃ হারুন অর রশিদ ও কোষাধ্যক্ষ পদে রশিদ আহম্মদ নির্বাচিত হয়েছে।

বুধবার ( ২২ মার্চ) পূর্ব ঘোষিত তফসিল মোতাবেক আলীকদম পানবাজার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকাল ৩ টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ হয়। এতে সভাপতি হিসেবে ১৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বর্তমান কমিটির সভাপতি আবুল হাসেম, তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মোঃ ওমর ফারুক পেয়েছেন ৮৫ ভোট ও সাধারণ সম্পাদক হিসেবে ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ হারুন অর রশিদ তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ রেহান উদ্দিন সুমন পেয়েছেন ৯১ ভোট। কোষাধ্যক্ষ পদে মোঃ রশিদ আহমদ পেয়েছেন ১২৫ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আবু ছিদ্দিক পেয়েছেন ৯০ ভোট।

কমিটির অন্যান্য নির্বাচিতরা হলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে মোঃ গণি মিয়া ও সহ-সম্পাদক পদে মোঃ হোসেন এবং প্রচার প্রকাশনা সম্পাদক পদে টিটু দাশ ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিতরা হলেন মোঃ আবছার, মোঃ সোনামিয়া,মোঃ ইলিয়াছ।

উল্লেখ্য যে, সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সমিতির কার্যালয়ে উৎসব মূখর পরিবেশে ২২৪ জন সদস্যের মধ্যে ২১৮ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োজিত ছিলেন আপ্রুমং মার্মা প্রধান শিক্ষক আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়,প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আব্দুল মতিন মেম্বার, সদর ইউনিয়ন পরিষদ আলীকদম, সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন মাস্টার নুরুল আজিম সহকারি শিক্ষক কলার ঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights