আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আকাশে চাঁদ দেখা যায়নি, সৌদিতে রোজা শুরু বৃহস্পতিবার

  • In জাতীয়, ধর্ম
  • পোস্ট টাইমঃ ২২ মার্চ ২০২৩ @ ০৫:৪৪ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২২ মার্চ ২০২৩@০২:৩৭ অপরাহ্ণ
আকাশে  চাঁদ দেখা যায়নি, সৌদিতে রোজা শুরু বৃহস্পতিবার

রমজানের চাঁদ দেখা যায়নি সৌদি আরবে, যে কারণে মধ্যপ্রাচ্যের দেশটিতে রোজা রাখা শুরু হবে বৃহস্পতিবার।
মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা না যাওয়ায় রমজান মাস শুরু হচ্ছে বৃহস্পতিবার। দেশটির মুসলমানরা সেদিন থেকে রোজা রাখা শুরু করবেন বলে আরব নিউজের খবরে বলা হয়েছে।
মুসলমানরা চান্দ্র মাসের পঞ্জিকা অনুসরণ করেন, যেখানে ১২ মাসে ৩৫৪ বা ৩৫৫ দিনে বছর হিসাব করা হয়। চাঁদ দেখার উপর নির্ভর করে ইসলামী পঞ্জিকার দশম মাস রমজানের শুরু হয়।
এবার চাঁদ দেখা না যাওয়ায় বুধবার শেষ হবে শাবান মাস এবং বৃহস্পতিবার রমজান মাস শুরু হবে বলে আরব নিউজের খবরে বলা হয়।
চন্দ্র গণনা ও চাঁদ দেখা উভয়ের ভিত্তিতে মুসলমানদের রোজার রাখার এ মাস কখন শুরু হবে তা নির্ধারণ করা হয়।
এর আগে দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ সুপ্রিম কোর্ট মুসলমানদের সব স্থান থেকে চাঁদ দেখার আহ্বান জানায়।
মধ্যপ্রাচ্যের দেশটির বিচার মন্ত্রণালয় এবার চাঁদ দেখতে ইলেকট্রনিক ব্যবস্থা চালুর ঘোষণা দেয়। চাঁদ দেখার প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এর লক্ষ্য বলে জানানো হয়। একইসঙ্গে প্রাথমিক বিচার আদালত ও সুপ্রিম কোর্টের কার্যক্রমের মধ্যে সমন্বয় আনার কথা বলা হয়।
চাঁদ দেখতে শক্তিশালী ও আধুনিক প্রযুক্তি ব্যবস্থা চালুর মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় করা এবং পর্যবেক্ষণ প্রক্রিয়ার গুণগত মান বাড়াতে এ উদ্যোগ নেওয়ার কথা বলা হয়, যাতে সুপ্রিম কোর্ট দ্রুত নতুন চাঁদ দেখার সিদ্ধান্ত জানাতে পারে।
বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি বুধবার সন্ধ্যায় বৈঠকে বসবে। রমজান মাসের চাঁদ দেখার খবর পর্যালোচনা করে সেখানে রোজা শুরুর তারিখ নির্ধারণ করা হবে।
সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে রোজা ও ঈদ হয়ে থাকে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights