আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: ফখরুল

  • In জাতীয়, রাজনীতি
  • পোস্ট টাইমঃ ২১ মার্চ ২০২৩ @ ০৮:৩৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৪ মে ২০২৩@০১:৪০ অপরাহ্ণ
সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: ফখরুল

বরগুনা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের জনগণের ভোটের নিশ্চয়তা, তাদের প্রতিনিধি নির্বাচিত করার ক্ষমতা নিশ্চিত করতে হবে।

তাহলে আমরা একটি গণতান্ত্রিক ব্যবস্থার ফটক পার হয়ে বড় গণতান্ত্রিক পরিসরে যেতে পারব।

মঙ্গলবার (২১ মার্চ) বরগুনার বেতাগীতে নুরজাহান আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কৃষি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের চিন্তার স্বাধীনতা দিতে হবে। কথা বলার সুযোগ দিতে হবে। লেখার সুযোগ দিতে হবে, তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। বাংলাদেশ যেন ভালো থাকে, বাংলাদেশের মানুষ যেন ভালো থাকে, সে জন্য সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
১৯৭১ সালে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। খালেদা জিয়া দশম শ্রেণি পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক করেছিলেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অনেক কাজ করতে হবে। যাতে আমাদের তরুণ প্রজন্ম উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে অবদান রাখতে পারে, যোগ করেন ফখরুল।

এসময় তার সফরসঙ্গী ছিলেন জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ূন কবির।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights