আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম আবার ভেন্যু হচ্ছে, – ক্রীড়া প্রতিমন্ত্রী !!

  • In জাতীয়, মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ২১ মার্চ ২০২৩ @ ০৬:১২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২১ মার্চ ২০২৩@০৮:৩৭ অপরাহ্ণ
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম আবার ভেন্যু হচ্ছে, – ক্রীড়া প্রতিমন্ত্রী !!

স্টাফ রিপোর্টার
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভেন্যু প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে আসবে বলে আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

আগামী সাত-আট দিনের মধ্যে এ বিষয়ে একটি সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।

সোমবার মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এমন আভাস পেয়েছেন বলে নিশ্চিত করেছেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।

রিপু বলেন, ‘চান্দু স্টেডিয়াম ভেন্যু ফিরে পেতে নিজ দায়িত্ববোধ থেকেই সংশ্লিষ্ট মহলে যোগাযোগ শুরু করি। বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামও উপর মহলে এ ব্যাপারে জোর প্রচেষ্টা চালাচ্ছেন।’

তিনি বলেন, ‘সোমবার আমি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বগুড়ার সার্বিক অবস্থা সম্পর্কে তাকে অবহিত করি। তিনি সব কিছু শোনার পর আমাকে আশ্বস্ত করে বলেছেন, আগামী সাত-আট দিনের মধ্যে বিসিবির ভেন্যু প্রত্যাহারের সিদ্ধান্ত বদলের ব্যবস্থা করবেন। এজন্য তিনি মৌখিকভাবে বলার পাশাপাশি লিখিতভাবেও জানাবেন।’

সংসদ সদস্য রিপু বলেন, ‘শুধু বিসিবির ভেন্যু ফিরে আসাই নয়, এই মাঠে যাতে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়, সে ব্যাপারেও চেষ্টা চালানো হচ্ছে। আশা করছি, খুব তাড়াতাড়ি পজিটিভ কিছু জানাতে পারব।’

বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, ‘আগামী বোর্ড মিটিংয়ে শহীদ চান্দু স্টেডিয়াম ভেন্যুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। আমি আশাবাদী আবারও বিসিবির ভেন্যু হিসেবে ফিরবে চান্দু স্টেডিয়াম।

গত ২ মার্চ জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি পাঠিয়ে চান্দু স্টেডিয়াম ভেন্যু বাতিলের সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে অভিযোগ করা হয়, কয়েক বছর ধরেই বোর্ডের ম্যাচ আয়োজনে অসহযোগিতা করছে বগুড়া জেলা ক্রীড়া সংস্থা। চিঠি দেওয়ার পাশাপাশি বগুড়ায় নিয়োগপ্রাপ্ত বিসিবির ১৭ কর্মকর্তা-কর্মচারীকে ক্লোজড করে মিরপুরে রিপোর্ট করতে বলা হয়। একই সঙ্গে কার্গোতে করে ঢাকায় নেওয়া হয়েছে গ্রাউন্ড রক্ষণাবেক্ষণের যন্ত্রপাতি থেকে শুরু করে ইনডোরের নেট, ম্যাট সব কিছু।

বিসিবির এমন সিদ্ধান্তের নেপথ্যের কারণ অনুসন্ধানে জানা যায়, বিসিবির সূচি অনুযায়ী ৮ থেকে ২৫ মার্চ পর্যন্ত শহীদ চান্দু স্টেডিয়ামে শেখ কামাল জাতীয় যুব ক্রিকেট লিগের খেলা হওয়ার কথা ছিল। কিন্তু ২৮ ফেব্রুয়ারি বগুড়া জেলা ক্রীড়া সংস্থা বিসিবিকে চিঠি দিয়ে জানায়, ১ মার্চ থেকে স্থানীয় প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু হবে। তাই যুব ক্রিকেটের জন্য মাঠ দেওয়া সম্ভব নয়। মূলত এরপরই বিসিবি থেকে ভেন্যু বাতিলের সিদ্ধান্ত আসে।

ভেন্যু ও জনবল প্রত্যাহারের পর থেকেই বিভিন্ন ব্যক্তি ও সংগঠন প্রতিবাদ জানায়।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights