রাজশাহী তানোর থেকেঃ
রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ উচ্চ বিদ্যালয় ও গোকুল মথুরা মাদ্রাসার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত হয়েছে।
২১ শে মার্চ মঙ্গলবার সকালে গোকুল মথুরা মাদ্রাসা চত্বরে বিদায় ও বরণ অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সমাজ সেবক আবুল বাসার সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আ’ লীগ সভাপতি মাঈনুল ইসলাম স্বপন। বিশেষ অতিথি ছিলেন , তানোর আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, মাদ্রাসার সুপার আব্দুল হামিদ প্রমুখ।
অপর দিকে বেলা ১২ টার দিকে কামারগাঁ উচ্চ বিদ্যালয় চত্বরে বিদায় ও বরণ অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও তানোর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামারগাঁ ইউনিয়নের চেয়ারম্যান ফজলে রাব্বী ফরাদ। বিশেষ অতিথি ছিলেন, তানোর উপজেলা আ’ লীগ সভাপতি মাঈনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, সমাজ সেবক আবুল বাসার সুজন, তানোর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সভাপতি ও চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমানর, তানোর উপজেলা কৃষকলীগ সভাপতি রামকমল শাহা কামারগাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুব্রত পাল।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবুল বাসার সুজন বলেন, যারা এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাবে তাদের সবাইকে আমার নিজ ব্যক্তিগত তহবিল থেকে একটি করে ভালো মোবাইল ফোন উপহার দেব।