আজ ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

হিরো আলমকে হুমকি দাতা কারাগারে

  • In অন্যান্য
  • পোস্ট টাইমঃ ২৬ জুলাই ২০২৩ @ ০৮:১৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৬ জুলাই ২০২৩@০৮:১৮ অপরাহ্ণ
হিরো আলমকে হুমকি দাতা কারাগারে
ছবি- ফাইল ছবি

।।আদালত প্রতিবেদক।।

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে বস্তায় ভরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকিদাতা আবু আহম্মদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় হাতিরঝিল থানার এসআই আব্দুল কাদির আসামি আবু আহম্মদকে ফোঃ কাঃ বিধির ৫৪ ধারায় কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন‘ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় আবু আহম্মদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

হাতিরঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার (নন জিআর) এসআই রাফাত আরা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এদিন সকালে হাতিরঝিল থানা পুলিশ হিরো আলমকে হুমকির ঘটনায় যে জিডি করা হয়েছিল সেটির তদন্তের অনুমতি চেয়ে আদালতে আবেদন করে। এরই পরিপ্রেক্ষিতে আদালত তদন্তের নির্দেশ দেন। তাই সকালে আদালতে উপস্থিত ছিলেন হিরো আলম। এর আগে ২৪ জুলাই রাতে হত্যার হুমকির পরিপ্রেক্ষিতে হিরো আলম হাতিরঝিল থানায় জিডি করেন।

জিডিতে হিরো আলম উল্লেখ করেন, আমার বর্তমান ঠিকানার বাসায় অবস্থানকালে আমার ব্যক্তিগত মোবাইল নম্বরে রাত ৯:৪৩, ৯:৫৪, ১১:১৮ মিনিটে অজ্ঞাত ব্যক্তি, যার মোবাইল নং 01323792… হতে কল দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ আমাকে দেখে নেওয়ার হুমকি প্রদান করে। আমি তাকে গালিগালাজ করতে নিষেধ করলে, সে আগামী সাত দিনের মধ্যে আমাকে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবে বলে পুনরায় হুমকি প্রদান করে। এতে আমি শঙ্কিত।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights