আজ ১লা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২৪শে জিলকদ, ১৪৪৫ হিজরি

ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ নারীর, হাসপাতালে ৩১৮

  • In স্বাস্থ্য
  • পোস্ট টাইমঃ ২ অক্টোবর ২০২৩ @ ১১:৪২ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ অক্টোবর ২০২৩@১১:৪২ পূর্বাহ্ণ
ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ নারীর, হাসপাতালে ৩১৮

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬১ জনে।

গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৩’শ ১৮ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮’শ ২৪ জন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ফরিদপুর সদর উপজেলার ভাটিকানাইপুর এলাকার মো. সেলিমের স্ত্রী চম্পা বেগম (৪০) ও জেলার বোয়ালমারী উপজেলার বেড়াদি গ্রামের মো. রিয়াজুলের স্ত্রী শাপলা বেগম (২৬)।

সোমবার (০২ অক্টোবর) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক।

ডা. এনামুল হক জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই নারীর মৃত্যু হয়েছে।

তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ৯৪ জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে ৩’শ ৪৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো: ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩’শ ১৮ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮’শ ২৪ জন।

সিভিল সার্জন জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৬১ জন। মারা যাওয়া ব্যক্তিরা রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর, গোপালগঞ্জ ও কুষ্টিয়া জেলার বাসিন্দা। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১২ হাজার ৬’শ ৩২ জন। এর মধ্যে ১১ হাজার ৭’শ ৪৭ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights