আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

যমুনায় ফের পানি বাড়ছে

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ২৪ জুলাই ২০২৩ @ ১১:২৮ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৪ জুলাই ২০২৩@১১:২৮ পূর্বাহ্ণ
যমুনায় ফের পানি বাড়ছে

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

ভারতের রাজধানী দিল্লিতে বিপদসীমা ২০৫.৩৩ মিটারের ওপর দিয়ে প্রবাহিত হওয়া অব্যাহত রেখেছে যমুনা নদীর পানি। সোমবার স্থানীয় সময় সকাল সাতটায় যমুনার পানির উচ্চতা ছিল ২০৬.৫৬ মিটার।

রবিবার সন্ধ্যায় দিল্লির কয়েকটি এলাকায় ভারি বৃষ্টিপাতের পর রাত দশটার দিকে যমুনার পানির উচ্চতা দাঁড়ায় ২০৬.৪৪ মিটার। রবিবার বিকেলেই নদীর নিম্নাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার পরামর্শ দেয় কর্তৃপক্ষ।

পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হওয়ায় পুরনো যমুনা সেতুতে চলাচল বন্ধ করে দেয়া গয়েছে। উত্তরাঞ্চল রেলওয়ে জানিয়েছে, রবিবার থেকে দিল্লি ও শাহদারা ট্রেন চলাচল বন্ধ থাকবে।

যমুনায় পানির উচ্চতা বাড়তে থাকায় দিল্লিতে বন্যার মতো পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগ তৈরি হয়েছে। নদীটির পানির উচ্চতা গত কয়েক দিন ধরেই বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ১৩ জুলাই এর উচ্চতা সর্বকালের সবচেয়ে বেশি ২০৮.৬৬ মিটারে পৌঁছায়।

এছাড়া যমুনার শাখা নদী নয়ডার হিন্দোন নদীর পানির উচ্চতাও বেড়েছে। গত শনিবার থেকে নদীটির উচ্চতা বাড়তে থাকে। নদীর তীরে থাকা বেশ কয়েকটি বাড়ি ইতোমধ্যে পানিতে তলিয়ে গেছে।

গত ১৩ জুলাইয়ের পর দিল্লিতে যমুনার পানি কমতে শুরু করে। ১৮ জুলাই যমুনার পানি বিপদসীমার নিচে নেমে যায়। পরে তা আবার বাড়তে শুরু করেছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights