আজ ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ফরিদপুরে শিক্ষা প্রতিষ্ঠানে বাগান তৈরীর লক্ষ্যে সবজির চারা বিতরণ

  • In কৃষি
  • পোস্ট টাইমঃ ৬ ডিসেম্বর ২০২৩ @ ০৭:০১ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৬ ডিসেম্বর ২০২৩@০৭:০১ অপরাহ্ণ
ফরিদপুরে শিক্ষা প্রতিষ্ঠানে বাগান তৈরীর লক্ষ্যে সবজির চারা বিতরণ

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

প্রধানমন্ত্রীর অনুশাসন “দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে” এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনাবাদী জমিতে বাগান তৈরীর লক্ষ্যে বিনামূল্যে সবজির চারা বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে বুধবার (০৬ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে বিভিন্ন জাতের এ সবজির চারা তুলে দেওয়া হয়।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী মোর্শেদের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মো. কাউছার।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো. নিয়ামত হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।

জানা যায় উপজেলার সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অনাবাদী ও পতিত জমি আবাদের আওতায় আনার লক্ষ্যে চলতি শীত মৌসুমে টমেটো ও বেগুন সহ বিভিন্ন প্রজাতির চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights