আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

মুরব্বিদের ভরসা করে লাভ নাই, কেউ জামিনদার হবেনা: মতিয়া চৌধুরী

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ২২ জুলাই ২০২৩ @ ০৮:৪৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২২ জুলাই ২০২৩@০৮:৪৬ অপরাহ্ণ
মুরব্বিদের ভরসা করে লাভ নাই, কেউ জামিনদার হবেনা: মতিয়া চৌধুরী

।।নিজস্ব প্রতিবেদক।।

বিদেশিদের ‘মুরব্বি’ আখ্যা দিয়ে আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন- মুরব্বিদের ভরসা করে লাভ নেই, কেউ জামিনদার হবে না। তারা নিজেরাই কেউ অর্থনৈতিক মন্দায় বিপর্যস্ত। নির্বাচনে এসে বিএনপিকে নিজেদের ভাগ্য পরীক্ষা করতে বলেছেন তিনি। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শান্তি সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। মতিয়া চৌধুরী বলেন- বিএনপিকে বলবো, কিছুদিন পরে নির্বাচন, ‘ট্রাই ইউর লাক’, আসেন ভাগ্য পরীক্ষা করেন। নির্বাচনে এসে নিজেদের ভাগ্য পরীক্ষা করুন। তিনি অভিযোগ করে বলেন- বিএনপি আজও শান্তি বিনষ্ট করার জন্য নতুন করে ষড়যন্ত্র করছে।

‘অগ্নিকন্যা’ খ্যাত মতিয়া চৌধুরী বলেন- আমাদের যারা সমালোচনা করে তারা দেখেন, পৃথিবীর কয়টা দেশে প্রথমদিনেই ছাত্রদের বই দেয়া হয়। লাল-সবুজের ঘরে গৃহহীন, আশ্রয়হীন মানুষের জন্য ঘর তুলে দিয়েছেন। তরুণদের জন্য অবারিত দাঁড় খুলে দিয়েছেন। তিনি বলেন- এখন বাংলাদেশে কেউ সেকেন্ড হ্যান্ড কাপড় পরা পাওয়া যায় না। রোজার ঈদের সময়ও গরিব মানুষের দেয়ার জন্য কেউ সেকেন্ড হ্যান্ড কাপড় দেয় না, নতুন কাপড় দেয়।

মতিয়া চৌধুরী আরো বলেন- শেখ হাসিনার পরিচয় এখন ‘স্টার অব দ্য ইস্ট’। আমাদের নেত্রীও বলেছেন, ভয় শেখ হাসিনা পায় না। আওয়ামী লীগের এ নেত্রী বলেন- জিয়াউর রহমান যেদিন তারই লোকেদের হাতে নিহত হয়, সেদিন বাংলাদেশে কারফিউ ছিল। সমাবেশে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল বলেন- তারুণ্যের সমাবেশের নামে তারা (বিএনপি) সারা বাংলাদেশকে জিম্মি করতে চায়। বিএনপি সন্ত্রাসীদের নেতৃত্বে তারুণ্যের সমাবেশ করছে।

তিনি বলেন- বাংলাদেশের যুব ও ছাত্রসমাজকে অবৈধ অস্ত্র, অবৈধ অর্থ ধরিয়ে দেয়া দল হলো বিএনপি। নিখিল আরো বলেন- সেই বিএনপি-জামায়াত মাঠে নেমেছে বিদেশি প্রভুদের আশীর্বাদ নিয়ে। তারা নিরপেক্ষ সরকার চায়, তাদের কথা বলার অধিকার নেই, মানবাধিকার নেই। বিদেশি প্রভুদের দ্বারস্থ হয়ে তারা এসব কথাই বলে। যুবলীগ সাধারণ সম্পাদক বলেন- ১/১১ সৃষ্টি হয়েছিল বিএনপির কারণে। আজ আবার সে ধরনের একটা পরিস্থিতি তৈরির অপচেষ্টা করছে। আওয়ামীলীগের একাধিক নেতাকে হত্যার উদাহরণ তুলে তিনি বলেন- বিদেশি প্রভুরা কি ২০০১ থেকে ২০০৬ সালের ঘটনা দেখে না? ২৪ জুলাই যুবলীগের পক্ষ থেকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কর্মসূচির ঘোষণা দেন মাইনুল হোসেন নিখিল।

সমাবেশে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় বলেন- আজকে তারা আবারও বাংলাদেশকে পাকিস্তান করতে চায়, তারা বাংলাদেশের মানচিত্র পরিবর্তন করতে চায়। তিনি বলেন- মুজিব আদর্শের সব সৈনিককে আবারও মুক্তিযুদ্ধে নামতে হবে। আগামী নির্বাচন পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরব না। এবার আমরা ওই সব রাজাকারদের বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত করব।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights