আজ ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ও ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ এবং ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

উড়ন্ত ট্যাক্সি বানানোর পরিকল্পনা ব্রাজিলের

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ২১ জুলাই ২০২৩ @ ১১:০২ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২১ জুলাই ২০২৩@১১:০২ পূর্বাহ্ণ
উড়ন্ত ট্যাক্সি বানানোর পরিকল্পনা ব্রাজিলের

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

ব্রাজিলের উড়োজাহাজ প্রস্তুতকারী এমব্রেয়ার জানিয়েছে, সাউ পাওলো শহরের কাছে একটি নতুন কারখানায় ইলেক্ট্রিক উড়ন্ত ট্যাক্সি বানানো হবে। ২০২৬ সালে এগুলো আকাশে চলাচল করবে বলে জানিয়েছে তারা।

নতুন এই ট্যাক্সি তৈরি করবে এমব্রেয়েরারের সহযোগী প্রতিষ্ঠান ইভ। এগুলো ছোট হেলিকপ্টারের সমান হবে। যাতে যাতায়াত করতে পারবেন ছয় আরোহী। এতে ভ্রমণে এক ব্যক্তির খরচ হকে পারে ৫০ থেকে ১০০ মার্কিন ডলার।

ইভ জানিয়েছে তারা ইতোমধ্যে প্রায় তিন হাজার উড়ন্ত ট্যাক্সির অর্ডার পেয়েছে। তারা একটি প্রোটোটাইপ এই বছরের মধ্যে তৈরির আশা করছেন। মার্কিন নিয়ন্ত্রকেরা সম্প্রতি যে টাইমলাইন প্রকাশ করেছেন তাতে দেখা গেছে, উড়ন্ত ট্যাক্সি যাত্রা শুরু করতে ২০২৫ সাল লেগে যাবে।

ইলেকট্রিক ট্যাক্সির উড্ডয়ন কিংবা অবতরণে রানওয়ের প্রয়োজন পড়বে না। কিন্তু এগুলো প্লেনের মতো দীর্ঘপথ যেতে পারবে। ইলেক্ট্রিক মোটরের কারণে এগুলোর শব্দ ও দূষণের পরিমাণ সাধারণ প্লেনের তুলনায় কম হবে।

বলা হচ্ছে উড়ন্ত ট্যাক্সি শহরের যানবাহনের চাপ কমাবে। আবার এগুলো খুব বেশি খরচের হবে না। প্রথাগত যানবাহনের বিকল্প হয়ে উঠতে পারে এটি।

ব্রাজিলের রাজধানী সাও পাওলো থেকে প্রায় ১৪০ কিলো দূরে তাওবাতে নতুন কারখানা স্থাপন করা হবে। ড্রোনের মতো যাত্রীবাহী যানটি প্রাথমিকভাবে ট্যাক্সি বহরে যুক্ত হবে। প্রথম দিকের উড়ানে এসব ট্যাক্সিতে পাইলট থাকবেন তবে পরে স্বনিয়ন্ত্রিত যান চালুর পরিকল্পনা রয়েছে। এই ট্যাক্সি শতভাগ বিদ্যুতে চলছে। ফলে উড়ানে কোনো কার্বন নিঃসরণ হবে না।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights