।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
পর্যটকের সংখ্যা সীমিত করতে এবং দূষণ কমাতে নেদারল্যান্ডসের রাজধানীর মধ্যাঞ্চল থেকে প্রমোদ জাহাজ ছেড়ে যাওয়া নিষিদ্ধ করেছে আমস্টারডাম কাউন্সিল। রাজনীতিবিদরা বলছেন এসব প্রমোদ জাহাজ শহরের টেকসই লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
অবাধ পর্যটনে লাগাম টানতে ইতোমধ্যে বেশকিছু পদক্ষেপ নিয়েছে আমস্টারডাম। রেড লাইট জেলাগুলোর সড়কে গাঁজা সেবন কমানোর চেষ্টা করছে আমস্টারডাম কাউন্সিল। গত মার্চে আমস্টারডাম কাউন্সিল এক অনলাইন ক্যাম্পেইন শুরু করে। এতে আমস্টারডামে ব্যাচেলর পার্টি করা থেকে বিরত থাকতে ব্রিটিশ পুরুষদের আহ্বান জানানো হয়।
পর্যটন ভিড়ের জন্য সমস্যার প্রতীক হয়ে উঠেছে প্রমোদ জাহাজ। আর এগুলো নিষিদ্ধ করে কর্তৃপক্ষ শহরের মাঝখান দিয়ে যাওয়া বেশিরভাগ প্রমোদ জাহাজের চলাচল সীমিত রাখতে চাইছে।
নিজের জনপ্রিয়তার শিকার হচ্ছে আমস্টারডাম। প্রতিবছর প্রায় দুই কোটি মানুষ শহরটি ভ্রমণ করে। বেশিরভাগই শহরটির পার্টির সুপরিচিতির কারণে সেখানে ভ্রমণ করেন।