আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

টাইফুন তালিম: লাখ লাখ বাসিন্দা সরিয়েছে চীন

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১৮ জুলাই ২০২৩ @ ১০:৫৫ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৮ জুলাই ২০২৩@১০:৫৫ পূর্বাহ্ণ
টাইফুন তালিম: লাখ লাখ বাসিন্দা সরিয়েছে চীন

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

চীনের গুয়াংডং প্রদেশে স্থলভাগে আঘাত হানতে শুরু করেছে শক্তিশালী টাইফুন তালিম। এর জেরে প্রায় দুই লাখ ৩০ হাজার মানুষকে বাড়ি থেকে সরিয়ে নেয়া হয়েছে। চলতি বছর এনিয়ে চতুর্থ টাইফুন চীনে আঘাত হেনেছে। এই ঝড়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার।

উপকূলীয় এলাকায় জোরালো বাতাস বয়ে যাচ্ছে। এছাড়া তীব্র বাতাস ও বৃষ্টিতে শত শত ফ্লাইট ও ট্রেন যাত্রা বাতিল করা হয়েছে।

ভিয়েতনাম জানিয়েছে, কুয়াং নিন এবং হাই পোং এলাকা থেকে প্রায় ৩০ হাজার মানুষ সরিয়ে নিয়েছে। এসব এলাকায় টাইফুনের আঘাত সবচেয়ে জোরালো হওয়ার আশঙ্কা রয়েছে।

চীনের আবহাওয়া দফতর জানিয়েছে, স্থানীয় সময় সাড়ে দশটা নাগাদ স্থলভাগে প্রবেশ করতে পারে টাইফুন তালিম। মঙ্গলবার সকালে টাইফুনটির শক্তি কমতে পারে। বুধবার উত্তর ভিয়েতনামে প্রবেশ করে এটি দুর্বল হয়ে পড়তে পারে।

গুয়াংডংয়ে মাছের খামারে কর্মরত প্রায় আট হাজার কর্মীর পাশাপাশি বহু মানুষ সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া বেশ কয়েকটি পর্যটন গন্তব্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

টাইফুনের প্রভাবে ছয় মিটার উচ্চতার ঢেউ প্রবাহিত হতে পারে। হাইনান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় দ্বীপে এই ঢেউ উঠে পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights