আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

জিকে শামীমের ১০ বছরের কারাদণ্ড

  • In আইন ও অপরাধ
  • পোস্ট টাইমঃ ১৭ জুলাই ২০২৩ @ ০৪:৪৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৭ জুলাই ২০২৩@০৪:৪৫ অপরাহ্ণ
জিকে শামীমের ১০ বছরের কারাদণ্ড

।।নিজস্ব প্রতিবেদক।।

মানি লন্ডারিং মামলায় যুবলীগের কথিত নেতা ও আলোচিত ঠিকাদার এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমের ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে বাকি ৭ আসামির প্রত্যেককে চার বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

অন্য সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মোরাদ হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ শহীদুল ইসলাম, মোঃ কামাল হোসেন, মোঃ সামসাদ হোসেন ও মোঃআনিছুল ইসলাম।

উল্লেখ্য, ২০১৯সালের ২০সেপ্টেম্বর সাত সশস্ত্র দেহরক্ষীসহ জিকে শামীমকে তার কার্যালয় থেকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তার কার্যালয় থেকে ১কোটি ৮০লাখ টাকা, ৯হাজার ইউএস ডলার, ৭৫২সিঙ্গাপুরের ডলার, ১৬৫কোটি টাকার এফডিআর, অস্ত্র ও বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়। এরপর জিকে শামীমের বিরুদ্ধে র‍্যাব বাদী হয়ে তিনটি মামলা করে। অস্ত্র আইনের মামলা নম্বর ২৮(০৯)১৯, মানি লন্ডারিং আইনের মামলা নম্বর ২৯(৯)১৯ ও মাদক আইনের মামলা নম্বর ৩০(৯)১৯।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি’র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সাঈদ তদন্ত শেষে ২০২০সালের ৪আগস্ট আদালতে জিকে শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। ২০২০ সালের ১০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলাটিতে চার্জশিটভুক্ত ২৬জন সাক্ষীর মধ্যে ২৩জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। এর প্রেক্ষিতে আজ এ রায় দেয়া হয়।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights