আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ৭৪

  • In সারাবাংলা, স্বাস্থ্য
  • পোস্ট টাইমঃ ১৬ জুলাই ২০২৩ @ ০৫:৪৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৬ জুলাই ২০২৩@০৫:৪৮ অপরাহ্ণ
চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ৭৪

।।নিজস্ব প্রতিবেদক।।

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু ও আরো ৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মোহাম্মদ আবদুল মান্নান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও মোহাম্মদ আলমগীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আজ বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুম জানিয়েছে, ডেঙ্গু আক্রান্ত পটিয়া রশিদাবাদের মোহাম্মদ আবদুল মান্নানকে (৪৫ বছর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় ১৪ জুলাই। পরদিন ১৫ জুলাই তার মৃত্যু হয়। ডেঙ্গুতে মৃত্যুবরণকারী অপর ব্যক্তিও পটিয়ার। মোহাম্মদ আলমগীর নামে ৩০ বছরের এ রোগীকে ১৫ জুলাই পাঁচলাইশস্থ বেসরকারি পার্কভিউ হাসপাতালে ভর্তি করানো হয়। আজ তার মৃত্যু ঘটে। এ নিয়ে চট্টগ্রামে গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হলো। তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৭৪ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৩৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৬ জন। ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৭৭ জনে। এদের ৮০৭ জন সরকারি হাসপাতালে এবং ৫৭০ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৩৫৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০২১ জন। এদিকে, ডেঙ্গু পরীক্ষায় সরকারের নির্ধারিত ফি-এর চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করায় নগরীর বাকলিয়া কালা মিয়া বাজার সংলগ্ন কেবি হেলথ কেয়ার ল্যাবের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর নির্দেশে ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী এ ক্লিনিকে সরেজমিন পরিদর্শনে গেলে এ অনিয়ম ধরা পড়ে। তবে, ডক্টর’স চেম্বার চালু থাকবে বলে জানিয়েছে সিভিল সার্জন অফিস।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights