আজ ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ও ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ এবং ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ দরকার: ইইউ’কে জাপা

  • In জাতীয়, রাজনীতি
  • পোস্ট টাইমঃ ১৫ জুলাই ২০২৩ @ ০২:১৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৫ জুলাই ২০২৩@০২:২২ অপরাহ্ণ
সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ দরকার: ইইউ’কে জাপা

।।নিজস্ব প্রতিবেদক।।

দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সময়ের দাবী এবং এটি জনগনের দাবী। জাপা’র মহাসচিব মজিবুল হক চুন্নু’র নেতৃত্বে একটি দল ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠকে বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সংলাপ প্রয়োজন।

(১৫জুলাই) গুলশানে বৈঠক শেষে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন- দেশের মানুষ চায় নিরপেক্ষ নির্বাচন। সেজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ দরকার। এজন্য সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা প্রয়োজন। তিনি জানান- নির্বাচন নি‌য়ে কথা হ‌লেও বৈঠকে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা হয়‌নি। বৈঠকে আরও ছিলেন, জাপা চেয়ারম্যান জিএম কাদের এবং তার বি‌শেষ দূত মাশরুর মওলা।

মাশরুর মওলা বলে‌ন- ইইউ প্রতি‌নি‌ধিরা জা‌নি‌য়ে‌ছেন আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণ কর‌তে তারা পর্যবেক্ষক পাঠা‌বেন। ইইউ‍‍`র এই অবস্থান‌কে জাপা স্বাগত জা‌নি‌য়ে‌ছে। তিনি আরো ব‌লে‌ন- ইইউ প্রতি‌নি‌ধিরা জা‌নেন বিগত নির্বাচনে কী হ‌য়ে‌ছে। তারা তা মু‌খে না বল‌লেও বৈঠ‌কে ম‌নোভা‌বে বু‌ঝি‌য়ে‌ছেন। নির্বাচনকালীন সরকার কেমন হ‌বে তা নি‌য়ে কথা হয়‌নি বৈঠ‌কে। ‌কীভা‌বে নির্বাচন‌কে অবাধ ও সুষ্ঠু করা যায় তা নি‌য়ে আলোচনা হ‌য়ে‌ছে। মাশরুর মওলা ব‌লেন- ইইউ প্রতিনি‌ধিরা জান‌তে চে‌য়ে‌ছেন জাপা আগামী নির্বাচ‌নে কীভা‌বে অংশ নে‌বে? জোট কর‌বে না‌কি এককভা‌বে ভোট কর‌বে? জাপা জা‌নি‌য়ে‌ছে, এককভা‌বে নির্বাচ‌নে অংশ নেওয়ার প্রস্তু‌তি চল‌ছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights