আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

দিনাজপুরে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দিনাজপুরে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রফিক প্লাবন
দিনাজপুর।।

দিনাজপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্ট-২০২২ এর ফাইনাল খেলায় নীল জার্সি পরিহিত দিনাজপুর সরকারি কলেজকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে হলুদ জার্সি পরিহিত কাদের বক্স মেমোরিয়াল কলেজ।

দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আজ শুক্রবার (১৪ জুলাই) বিকেলে জেলা স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

এসময় তিনি বলেন, বাংলাদেশের আর্কিটেক ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর বর্তমানে স্মার্ট বাংলাদেশ তৈরির আর্কিটেক হচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অদম্য ও অপ্রতিরোধ্য গতিতে। তিনি বিভিন্ন সেক্টরের পাশাপাশি ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নয়ন সাধিত করেছেন।

জেলা প্রশাসক শাকিল আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার।

ফাইনাল খেলায় নির্ধারিত সময়ের প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে একটি মোট দুটি গোল করেন চ্যাম্পিয়ন দলের ১০ নং জার্সিধারি খেলোয়ার আতিকুল ইসলাম। তিনি এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলা ও আলোচনা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। ফাইনাল খেলাটি দেখার জন্য বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমি দর্শক গ্যালারিতে ভীড় জমায়। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে তারা খেলাটি উপভোগ করেন।

খেলায় ধারা বর্ণনা দিতে ঢাকা থেকে এসেছিলন নন্দিত ক্রীড়া ধারাভাষ্যকার জামিলুর রহমান ও বাংলাদেশ বেতার ঢাকার জনপ্রিয় উপস্থাপক সজিব দত্ত। খেলা পরিচালনা করেন রেফারি মোঃ ওবায়দুর রহমান ও তার দুই সহযোগি রেফারি।

এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, কাদের বক্স মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ জিয়াউল হক জুয়েল, পৌর আওয়ামী লীগের সভাপতি শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্লাহ জ্যামী, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক মোঃ আসলাম হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ কামরুজ্জামান, কোষাধ্যক্ষ জায়েদী পারভেজ অপুর্ব, নির্বাহী সদস্য প্রশান্ত কুমার সরকার অরুন, মোঃ আনোয়ারুল ইসলাম, নওশাদ ইকবাল কলিন্স, আশরাফুল আলম রমজানসহ প্রশাসনের কর্মকর্তা ও খেলোয়াড় প্রমুখ।

উল্লেখ্য, দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই টুর্নামেন্টে জেলার ৮টি কলেজ অংশগ্রহণ করে। কলেজ গুলো হচ্ছে- দিনাজপুর সরকারি কলেজ, কাদের বক্স মেমোরিয়াল কলেজ, চেহেলগাজী মহাবিদ্যালয়, আদর্শ মহাবিদ্যালয়, পাঁচবাড়ী মখলেসুর রহমান মহাবিদ্যালয়, ফাসিলাডাঙ্গা কলেজ, শংকরপুর মহাবিদ্যালয় ও গাওসুল আযম কলেজ।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights