আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান, ডেঙ্গু প্রতিরোধে মানতে হবে ৫ নির্দেশনা

  • In শিক্ষা, স্বাস্থ্য
  • পোস্ট টাইমঃ ৯ জুলাই ২০২৩ @ ০৫:১০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৯ জুলাই ২০২৩@০৫:১০ অপরাহ্ণ
খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান, ডেঙ্গু প্রতিরোধে মানতে হবে ৫ নির্দেশনা

।।নিজস্ব প্রতিবেদক।।

ডেঙ্গু আতঙ্কের মধ্যে ঈদের ছুটি শেষে রোববার থেকে খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। সকাল থেকেই প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে ক্লাস শুরু হয়েছে। এর মধ্যে সারা দেশে মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ছে। এই পরিস্থিতিতে ডেঙ্গু রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ পাঁচ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

এতে বলা হয়, ডেঙ্গু এডিস মশাবাহিত একটি রোগ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর খেলার মাঠ এবং ভবনগুলোর মধ্যে পানি জমে থাকে এমন জায়গা, ফুলের টবে জমে থাকা পানি এডিস মশার উপযুক্ত প্রজননকেন্দ্র। নির্দেশনাগুলো হচ্ছে খেলার মাঠ ও ভবনগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

মাঠ কিংবা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সৌন্দর্যবর্ধনের জন্য যেসব ফুলের টব রাখা হয়েছে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। এডিস মশার প্রজননস্থলে যাতে পানি জমতে না পারে, তা নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা শিক্ষকদের ডেঙ্গু প্রতিরোধের উপায়গুলো প্রত্যেক শিক্ষার্থীকে অবহিত করতে হবে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights