আজ ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

পুলিশ দেখেই ওরা পায়খানা করে, গায়ে মাখে ও আশেপাশে ছিটিয়ে দেয়: রাজধানীতে ৮ ছিনতাইকারী আটক

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৪ জুলাই ২০২৩ @ ০৩:৫০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৪ জুলাই ২০২৩@০৩:৫০ অপরাহ্ণ
পুলিশ দেখেই ওরা পায়খানা করে, গায়ে মাখে ও আশেপাশে ছিটিয়ে দেয়: রাজধানীতে ৮ ছিনতাইকারী আটক

।।নিজস্ব প্রতিবেদক।।

রাজধানীর মিরপুরে পৃথক অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩জুলাই) সন্ধ্যা ৮ ঘটিকার দিকে মিরপুর মডেল থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি ধারালো বার্মিচ চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারদের মধ্যে ছিনতাইচক্রের সদস্যরা হলেন- মোঃ নয়ন (২৩), মোঃ আব্দুল মতিন (৩০), মোঃ বাবুল (২৮), মোঃ ইমরান সরদার (১৯), মোঃ সুমন সেখ (৩০)। গ্রেফতার বাকিরা তিনজন হলেন- ইব্রাহিম মিয়া (৩৮), শাহিন (২৬) ও রুবেল প্রকাশ লালাপো (২৫)।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন- গ্রেফতার সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্যরা গণপরিবহনে চলাচল করা যাত্রীদের টার্গেট করতো। বিশেষ করে যারা জানালার পাশে বসেন, তারাই এদের মূল টার্গেট। যাত্রীর হাতে থাকা মোবাইল, মানিব্যাগ বা ঘড়ি মুহূর্তেই ছোঁ মেরে নিয়ে যায় ওরা। ওসি আরও বলেন- কেউ বাঁধা দেওয়ার চেষ্টা করলে চাকু দিয়ে হাতে পোচ দেয় ওরা। তাদের এমন আঘাতে অনেকেই আহত হয়েছেন। ওরা যখনই পুলিশ দেখে, সঙ্গে সঙ্গেই রাস্তায় পায়খানা করে দেয় এবং তা নিজেদের গায়ে মাখে ও আশপাশে ছুড়ে মারে। পুলিশের হাত থেকে বাঁচার জন্য ওরা এসব করতো।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় একই কায়দায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে চাকুসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় তারা পায়খানা করে পালানোর চেষ্টা করলেও তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার সুমনের বিরুদ্ধে পাঁচটি, মতিন ও নয়নের বিরুদ্ধে তিনটি করে মামলা রয়েছে বলেও জানান ওসি।

এদিকে, পৃথক অভিযানে সনি সিনেমা হলের সামনে থেকে চিহ্নিত ছিনতাইকারী ইব্রাহিম মিয়া ও শাহীনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আরেক অভিযানে গ্রেফতার করা হয়েছে রুবেল প্রকাশ লালাপোকে। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights