আজ ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১০ই জিলকদ, ১৪৪৫ হিজরি

কাহালুতে আতা বাহিনীর প্রধানসহ গ্রেফতার-২

  • In আইন ও অপরাধ
  • পোস্ট টাইমঃ ৩ জুলাই ২০২৩ @ ০৮:২২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩ জুলাই ২০২৩@০৮:২২ অপরাহ্ণ
কাহালুতে আতা বাহিনীর প্রধানসহ  গ্রেফতার-২

।।কাহালু (বগুড়া) প্রতিনিধি।।

বগুড়ার কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসানের সার্বিক দিক নির্দেশনায় থানার এসআই আব্দুর রাজ্জাক ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার রাত ১০টার সময় উপজেলার মালঞ্চা ইউনিয়নে শিবা কলমা তিন মাথা এলাকা থেকে আতা বাহিনীর প্রধান মোঃ আতাউর রহমান আতা (২৭)কে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১টি বার্মিজ চাকু উদ্ধার করে থানা পুলিশ।

আতা কাহালু উপজেলার শিবা কলমা গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের পুত্র। আতার নেতৃত্বে তার বাহিনী মালঞ্চা ইউনিয়নে বিভিন্ন গ্রামে চাঁদাবাজি, জমি দখল, সাধারণ লোকজনদের মারধর সহ বিভিন্ন অপরাধ করে আসছিল। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আজকে দুপুরে তাকে আদালতে প্রেরণ করেন থানা পুলিশ।

কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান জানান, তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আতার বিরুদ্ধে ইতিপুর্বে ৩টি অস্ত্র মামলা এবং শাজাহানপুর থানায় ১টি হত্যা মামলা সহ মোট ৬ টি মামলা আছে ।

অপর অভিযানে একই রাতে থানা পুলিশ কাহালু চারমাথা এলাকা থেকে বার্মিজ চাকুসহ সবুজ হোসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেন। সে কাহালু পৌর এলাকার সাগাটিয়া নয়াপাড়া গ্রামের মৃতঃ মকুল হোসেনের পুত্র। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করেন থানা পুলিশ।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights