।।ধুনট(বগুড়া)প্রতিনিধি।।
বগুড়ার ধুনটে জোড়শিমুল নব জাগরণ সংঘয়ের উদ্যেগে জোড়শিমুল প্রিমিয়ারলীগ ২০২৩ (সিজন-৪) ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২জুলাই) বিকাল ৫ টায় উপজেলার জোড়শিমুল উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচে দি-ফ্যালকন ও রয়েল হান্টারস দল অংশ গ্রহন করে। খেলায় রয়েল হান্টারস কে ৮০ রানের টার্গেট দেয় দি ফ্যালকন দল। নির্ধারিত ওভারে সমান রান তুলতে সক্ষম হয় রয়েল হান্টারস। পরে সুপার ওভারে গড়ায় ম্যাচটি। পরে সুপার ওভারে রয়েল হান্টারস জয় লাভ করে চ্যাম্পিয়ান হয়। চিকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জুয়েলের সভাপতিত্বে খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অত্র ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজল। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জোড়শিমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, এ্যাডঃ সেলিম রেজা ও জোড়শিমুল নব জাগরণ সংঘের প্রধান উপদেষ্টা মাসুম সরকার।
এসময় উপস্থিত ছিলেন আব্দুল মোত্তালেব, শাহাদাৎ হোসেন সবুর, সাদ্দাম হোসেন, আব্দুর রাহিম, শামীম হোসেন, সায়েম খান, আরিফুল ইসলাম, রবিউল ইসলাম, শাকিল আহমেদ প্রমুখ।