আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

খুলনায় গরু কিনলে ছাগল ফ্রী

  • In ব্যবসা বাণিজ্য
  • পোস্ট টাইমঃ ২৭ জুন ২০২৩ @ ০৩:০২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৭ জুন ২০২৩@০৩:০২ অপরাহ্ণ
খুলনায় গরু কিনলে ছাগল ফ্রী
ছবি- বিডিহেডলাইন্স

স্টাফ রিপোর্টার
মোঃ বাইজিদ।।

খুলনায় ২৭ মণ ওজনের গরু ‘শান্ত’কে কিনলে এক মণের ছাগল উপহার দেওয়ার কথা ঘোষণা করেছে মালিক কতৃপক্ষ। গরুটির দাম হাঁকানো হচ্ছে ১০ লাখ টাকা। নগরীর জোড়াগেট কোরবানী পশুর হাটে দেখা মিললো কালচে-লাল ও সাদা বর্ণের গরুটি। হাটে গরুর সঙ্গে ছাগল উপহারের সংবাদে ভিড় করছে ক্রেতা-দর্শনার্থীরা।

গরুর মালিক বাগেরহাট সদরের কাপুড়পুড়া এলাকার মো. মুরাদ খান বলেন, এক বছর বয়সে গরুটি কিনে এনেছি। এখন গরুটির বয়স ৪ বছর। গরুটি খুবই শান্ত স্বভাবের। তাকে তিন বছর সন্তানের মতো লালন-পালন করেছি। এ জন্য গরুটি নাম দিয়েছি ‘শান্ত’। বাড়ির গোয়ালেই শান্তর যত্ন নিয়েছি। শান্তর ওজন এখন প্রায় ২৭ মণ।

তিনি বলেন, শান্তর সঙ্গে একই গোয়ালে আড়াই বছর ধরে পালন করেছি লাল রঙের ছাগলটি। এখন সব মিলিয়ে ছাগলটির ওজন হবে প্রায় ৫০ কেজি। যে শান্তকে কিনবে তাকে ছাগলটি উপহার হিসেবে দিবো। শান্তর দাম ১০ লাখ টাকা তুলেছি। তবে এখন পর্যন্ত ৭ থেকে সাড়ে ৭ লাখ টাকা দাম উঠেছে। ৯ লাখ টাকা দাম উঠলে শান্তকে ছেড়ে দিবেন বলে জানান তিনি। তিনি আরো জানান, বাগেরহাট থেকে রোববার সকালে গরু ও ছাগল দুটি খুলনার জোড়াগেট হাটে এনেছেন। এই হাটেই শান্তকে বিক্রি করতে পারবেন বলে তিনি আাশাবাদী। হাটে শুধু শান্তই নয়, ছোট, বড় ও মাঝারি সাইজের শতশত গরু-ছাগল মিলছে।

হাটের গরু বিক্রেতা আসলাম শেখ বলেন, রোববার সকালে নড়াইল থেকে মাঝারি সাইজের ছয়টি গরু নিয়ে এসেছি। ৭০ হাজার টাকা থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মূল্যের গরু রয়েছে। হাটে লোকজন আসছে, গরু দেখছে। আশা করি দ্রুত গরুগুলো বিক্রি হবে। গরু বিক্রেতা রিপন বলেন, ডুমুরিয়ার কৈয়া বাজার এলাকা থেকে ৫ টি গরু নিয়ে এসেছি। মাঝারি সাইজের একটি গরু বিক্রি হয়েছে। মাঝারি সাইজের গরু ক্রেতাদের পছন্দ। বড় গরুর কাঙ্খিত দাম উঠছে না।

খালিশপুর থেকে আসা ক্রেতা মো. নুরুজ্জামান বলেন, ৩ থেকে ৪ মণ ওজনের গরু দেখছি। তবে দাম অনেক বেশি চায়। ২ থেকে আড়াই লাখ টাকা দাম চাচ্ছে। যা অস্বাভাবিক। দামে ও সাইজে পছন্দসই গরু মিললে কিনবো অবশ্যই। কেসিসির কন্ট্রোল রুম থেকে জানা গেছে, ২২ জুন থেকে শুরু হওয়া এই হাটে সোমবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ১৭০টি গরু ও ছাগল বিক্রি হয়েছে। এ থেকে রাজস্ব আদায় হয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৫৬০ টাকা।

কিন্তু সবকিছু জুড়ে এখন শুধুমাত্র আলোচনা হচ্ছে ‘শান্ত’কে নিয়ে। কারণ শান্তর সঙ্গে ছাগল ফ্রী দেওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ক্রেতা এবং হাট কর্তৃপক্ষ।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights