স্টাফ রিপোর্টার
মোঃ বাইজিদ।।
ঈদুল আযহা যতই এগিয়ে আসছে ততই খুলনায় পশুরহাট গুলো জমজমাট হয়ে উঠছে। ঈদের এক সপ্তাহ আগে খুলনার সবচেয়ে বড় অস্থায়ী পশুর হাট চালু হলেও পশুর আমদানি না থাকায় ক্রেতা বিক্রেতার নেই তেমন পথচারণা। তবে আজ থেকে জমে উঠেছে পশুর হাট। স্থানীয় হাটগুলোতে দেখা যাচ্ছে একটু একটু করে বাড়ছে ক্রেতা বিক্রেতার ভিড়। দূর দুরন্ত থেকে ব্যবসায়ীরা গবাদি পশু নিয়ে আসছে স্থানীয় হাটগুলোতে।
সোমবার খুলনার জোড়া গেটে বাজার চত্বরে সপ্তাহব্যাপী পশুর হাটে সরেজমিনে গিয়ে দেখা যায়- খুলনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় গবাদি পশু নিয়ে এসেছেন ব্যাপারীরা। এবারে খুলনায় গরুর দাম খুবই চড়া। আর এই চড়া দামের কারণেই হয়তো ক্রেতা বিক্রেতাদের আনাগোনা একটু কম।
ব্যাপারীদের সাথে কথা বলে জানা যায়- খাবারের দাম বেশি হওয়ায় গরুর দাম অনেকটাই বেশি। এখনো ট্রাক, পিকআপ, মিনি পিকাআপসহ টলারে নদীপথে ঢুকছে খুলনার বিভিন্ন স্থান থেকে গবাদি পশু। পশু বিক্রি হচ্ছে টুকটাক। এখনো বেশিরভাগ ক্রেতাই বাজার যাচাই করতে আসছেন বলে জানিয়েছেন বিক্রেতারা। বিক্রেতারা আরও জানিয়েছেন গত বছরের থেকে তুলনামূলকভাবে এবারের গবাদি পশুর দাম অনেক টাই বেশি। গরুর দাম অত্যন্ত বেশি হওয়ায় অনেকেই ছাগল দিয়ে কোরবানি দেবার কথা বলছেন।
সর্বোপরি, আসন্ন ঈদের সময় যত ঘনাচ্ছে ক্রেতা বিক্রেতাদের সমাগম হাটে ততই বাড়ছে। আর জমে উঠেছে পশুর হাট।