আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

গরুর মাংস বহনের অভিযোগে ভারতে মুসলিম ব্যক্তিকে হত্যা

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ২৬ জুন ২০২৩ @ ১১:১৮ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৬ জুন ২০২৩@১১:১৮ পূর্বাহ্ণ
গরুর মাংস বহনের অভিযোগে ভারতে মুসলিম ব্যক্তিকে হত্যা

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

ভারতের মহারাষ্ট্রের নাশিক জেলায় আবারও গোরক্ষকদের কবলে পড়ে এক মুসলিম ব্যক্তি নিহত হয়েছেন। গরুর মাংস পাচারের অভিযোগে গত শনিবার রাতে আফান আনসারি নামের ৩২ বছরের এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়।

মুম্বাইয়ের বাসিন্দা আফান আনসারি তার সহযোগি নাসির শেখকে নিয়ে একটি গাড়িতে করে মাংস বহন করছিলেন। ওই সময় তাদের আটকে মারপিট করে গোরক্ষকেরা। পরে তাদের দুইজনকেই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আনসারির মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ পরিদর্শক সুনিল ভামরে বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছে ভাঙচুর করা অবস্থায় গাড়িটি পাই। আহতরা গাড়ির মধ্যেই ছিল। আমরা তাদের কাছের একটি হাসপাতালে নিয়ে যাই সেখানে একজনের মৃত্যু হয়।’ এই ঘটনায় এখন পর্যন্ত দশজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তির অভিযোগের ভিত্তিতে খুন ও লুটপাটের মামলা দায়ের করা হয়েছে। এই মামলার তদন্ত চলছে। পুলিশ বলছে তারা গরুর মাংস বহন করছিল কিনা তা ল্যাব পরীক্ষার ফলাফল পাওয়া গেলে জানা যাবে।

এর আগে গত মার্চে মহারাষ্ট্র সরকার গরু হত্যা নিষিদ্ধ আইন প্রয়োগের তদারকি করতে একটি কমিশন গঠনের অনুমোদন দিয়েছে। মুম্বাই হাইকোর্ট গরু হত্যা নিষিদ্ধ আইন বৈধ ঘোষণার আট বছর পর এই কমিশন গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। আদালত জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গরু পাচার ঠেকাতে যেকোনো গাড়ি থামিয়ে যাচাই করে দেখতে পারবে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights