আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

রাজধানীতে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের জন্মদিন ও রাজ্যাভিষেক উদযাপিত

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ২২ জুন ২০২৩ @ ১০:৫৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২২ জুন ২০২৩@১০:৫৩ অপরাহ্ণ
রাজধানীতে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের জন্মদিন ও রাজ্যাভিষেক উদযাপিত

।।নিজেস্ব প্রতিবেদক।।

ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন রাজধানীতে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক জন্মদিন এবং রাজা ও রানীর রাজ্যাভিষেক উদযাপন করেছে।এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় একটি হোটেলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, “রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক জন্মদিন এবং রাজা ও রাণীর রাজ্যাভিষেক উদযাপনের জন্য এই সংবর্ধনার আয়োজন করতে পেরে আমি আনন্দিত।

তিনি বলেন, “আমাদের দীর্ঘ দিনের ইতিহাস ও জনগণের মধ্যে গভীর সম্পর্কের ভিত্তিতে যুক্তরাজ্য ও বাংলাদেশ একটি সুদৃঢ় অংশীদারিত্ব উপভোগ করছে। এছাড়া, ব্রিটিশ রাজা হচ্ছেন কমনওয়েলথ পরিবারের প্রধান। কুক আরো বলেন, “আমাদের অংশীদারিত্বের জন্য ধন্যবাদ। আমরা বাংলাদেশে তরুণদের অংশগ্রহণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু ন্যায্য কর্মসূচিকে সমর্থন করার জন্য অনুদান দিচ্ছি। রাজা চার্লস যুবা, কমিউনিটি, টেকসই ব্যবস্থা এবং বৈচিত্র্যের বিষয়ে একজন দৃঢ় সমর্থক।

আমরা তাকে শ্রদ্ধা জানাই।বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ সরকারের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাংলাদেশ জাতীয় সংসদ, কূটনৈতিক কোর এবং ব্যবসা, বাণিজ্য, সামাজিক উন্নয়ন, একাডেমিয়া, শিল্প, সংস্কৃতি, মিডিয়া এবং ক্রীড়া ক্ষেত্রের প্রতিনিধিরা এ উদযাপনে যোগ দেন।

রাজার সম্মানে এ অনুষ্ঠানের থিম ছিল “যুব, সম্প্রদায়, বৈচিত্র্য এবং স্থায়িত্ব”। এ অনুষ্ঠানের মাধ্যমে সংগৃহীত অর্থের একটি উল্লেখযোগ্য অংশ ইউথনেট ফর ক্লাইমেট জাস্টিস এবং ওয়েভ ফাউন্ডেশন ফর উইমেন ইন লিডারশিপের মাধ্যমে নেতৃত্বে নারীর ক্ষমতায়ন এবং সারা বাংলাদেশে জলবায়ু অ্যাডভোকেসির যুব প্রচারে সহায়তা করার জন্য ব্যবহার করা হবে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights