আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতের সহায়তা চেয়েছে বাংলাদেশ

  • In জাতীয়, শীর্ষ
  • পোস্ট টাইমঃ ২১ জুন ২০২৩ @ ১২:২৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২১ জুন ২০২৩@১২:২৫ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতের সহায়তা চেয়েছে বাংলাদেশ

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে বাংলাদেশ ভারতের সহায়তা চেয়েছে বলে খবর প্রকাশ করেছে নয়াদিল্লিভিত্তিক সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’। সংশ্লিষ্ট সূত্রের বরাতে, মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে তারা। হিন্দুস্তান টাইমস জানায়- বিশেষত, বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক যে অবনতি রূপ নিয়েছে, সে বিষয়ে ভারতের সহায়তা চেয়েছে প্রতিবেশী দেশটি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চার দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। হিন্দুস্তান টাইমসের সূত্র বলছে- এ সফরের আগে কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়টি ভারতের সামনে তুলে ধরেছে বাংলাদেশ। বাংলাদেশের আশা করছেন, ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করবেন নরেন্দ্র মোদি।

ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের বিষয়টি স্পষ্ট হয়েছে বারানসিতে অনুষ্ঠিত জি-২০ ভুক্ত দেশগুলোর মন্ত্রিপর্যায়ের বৈঠকের ফাঁকে গত ১২জুন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সাক্ষাতের মধ্য দিয়ে। বিশেষ সূত্র বলছে, বিভিন্ন পর্যায়ে ভারতের কর্মকর্তাদের কাছে বাংলাদেশের কর্মকর্তারা বিষয়টি তুলেছেন।

বাংলাদেশে আসন্ন ‘জাতীয় সংসদ নির্বাচন’ সুষ্ঠু ও অবাধ করতে আহ্বান জানিয়ে আসছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ বিষয়ে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গেও আলোচনা করেছেন তিনি। পিটার হাসের এ তৎপরতার জের ধরে কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে। এরই মধ্যে গত মাসে বাংলাদেশ নিয়ে নতুন ‘ভিসানীতি’ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তাতে বলা হয়েছে- বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া কেউ বাধাগ্রস্ত করলে তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে বাংলাদেশ সরকার বিরক্ত ও তিক্ততা প্রকাশ করেছে।

হিন্দুস্তান টাইমসের সূত্র বলছে- নয়াদিল্লির সঙ্গে আলোচনায় একটি মুক্ত ও সমৃদ্ধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিশ্চিত করতে বাংলাদেশের গুরুত্বের দিকে ইঙ্গিত করেছে ঢাকা। যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড বাংলাদেশকে চীনের দিকে ঠেলে দিতে পারে- এমন সম্ভাবনার ওপর আলোকপাত করেছে তারা। বাংলাদেশে ২০২৪সালের জানুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশটিতে ১৫বছর ধরে ক্ষমতায় রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ। বর্তমানে অর্থনৈতিক সংকট এবং প্রধান বিরোধী দল বিএনপি নতুন করে সংগঠিত হওয়ার চাপের মুখে রয়েছে সরকার।

তবে বাংলাদেশের নেতারা প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বানকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম সম্প্রতি বলেছেন- যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি নিয়ে ‘বিচলিত নয় তাঁর সরকার। সূত্র বলছে, যুক্তরাষ্ট্রের এই অবস্থান থেকে বিরোধীরা ফায়দা নিক, তা চাইছে না বাংলাদেশ সরকার। বিষয়টি নিয়ে গত সপ্তাহে ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মুস্তাফিজুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন- গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আমাদের সরকারের যে স্পষ্ট প্রতিশ্রুতি রয়েছে তার বৃহত্তর জায়গা থেকে মার্কিন ভিসা নীতিকে দেখা উচিত।

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে বাঁধা দিলে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয়, তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশ সরকারের পাশে রয়েছে উল্লেখ করে মুস্তাফিজুর রহমান বলেন- ‘অনেক ত্যাগের বিনিময়ে অর্জন করা গণতান্ত্রিক প্রক্রিয়া, রাজনৈতিক স্থিতিশীলতা ও যে অগ্রগতি অর্জিত হয়েছে, তা ধরে রাখাটা পুরোপুরি বাংলাদেশের জনগণের ওপর নির্ভর করছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights