আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

দাকোপে পৃথক বজ্রপাতে নিহত-২, আহত-৪

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৮ জুন ২০২৩ @ ০২:৩৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৮ জুন ২০২৩@০২:৩৯ অপরাহ্ণ
দাকোপে পৃথক বজ্রপাতে নিহত-২, আহত-৪

।।দাকোপ (খুলনা) প্রতিনিধি।।

খুলনা দাকোপ উপজেলায় রবিবার সকালে পৃথক পৃথক বজ্রপাতে ২ জন নিহত ও ৪ জন আহত হওয়ার দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বজ্রপাতে নিহতরা হলেন তিলডাংগা ইউনিয়নে ৩ নং ওয়ার্ডের কাকড়া বুনিয়া গ্রামের মৃত আব্দুল ছাত্তার শেখ এর পুত্র আজিজুল শেখ (৬২) এবং সুতারখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কালাবগী গ্রামের কৃষ্ণ মন্ডলের পুত্র সুজিত মন্ডল (৩৩)।

ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন গাজী বিডি হেডলাইন্সকে জানান, কাকড়া বুনিয়ায় আজিজুল শেখসহ (৬২) ৩/৪ জন একসাথে মৎস্যঘেরের রাস্তায় মাটির কাজ করছিল। এমন সময় হঠাৎ সকাল ৮ টার দিকে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মৃত্যুবরণ করেন। তবে অন্যদের কোন সমস্যা হয়নি বলে জানা যায়।

অন্য ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সুজিত মন্ডলসহ (৩৩) ৫/৬ জন কালাবগী নদীতে মাছ ধরার জন্য জালপেতে অবস্থান করছিল। এমন সময় হটাৎ সকাল আনুমানিক সাড়ে ১১টা দিকে বজ্রপাতে সুজিত মন্ডল (৩৩) মৃত্যবরণ করে। এ সময় আহত হন একই এলাকার মৃত মোমিন গাজী পুত্র আনিস গাজী (৩৪), ইসমাইল, রিপন বৈদ্য, শাহারিয়া বেগম নামে মৎস্যজীবীরা।

আহতদের স্হানীয় ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা চলছে বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়। এ ঘটনায় এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নামে। এমন বাদল দিনে কাজে যেতে না পারায় আর্থিক কষ্টে দিন কাটাচ্ছে অনেক মৎস্যজীবী।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights