আজ ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ও ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ এবং ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

হীরা চুম্বন করলে কি মানুষের মৃত্যু হয়?

  • In খোলা জানালা
  • পোস্ট টাইমঃ ১৮ জুন ২০২৩ @ ১১:৩২ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৮ জুন ২০২৩@১১:৩৩ পূর্বাহ্ণ
হীরা চুম্বন করলে কি মানুষের মৃত্যু হয়?

।।বিশেষ প্রতিবেদ।।

হীরেতে এমন কোনো বিষাক্ত উপাদান থাকে না। যেটা মুখে গেলে মৃত্যু হবে মানুষের। আগেকার মানুষের কিছু ভ্রান্ত ধারণা থেকে এসব কুসংস্কার সৃষ্টি হয়েছে।

তবে- আগেকার সময়ে রাজাদের বিভিন্ন কাহিনীতে, গল্পে শোনা যায় রাণী, রাজকুমারী, তাঁরা হাতের আংটিতে রাখা হীরে চুম্বন করে আত্মহত্যা করতেন।

এই মৃত্যুর কারণ, হীরে নয়। হীরের উপরে থাকা কোটিং করা বিষ। এটা তাঁরা ইচ্ছে করেই রাখতেন। যাতে চুড়ান্ত পরিস্থিতিতে হীরে চুম্বন করে নিজের জীবন শেষ করে দেয়া যায়।

আজকের দিনেও কেউ যদি হীরের উপর কোনো প্রকার তীব্র বিষ এর প্রলেপ দিয়ে চুম্বন করেন, তিনিও মৃত্যু মুখে পতিত হতে পারেন। কাজেই দোষ বিষের। নির্দোষ হীরা, প্রাণঘাতী নয়।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights