আজ ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে তিতাস গ্যাসের কর্মকর্তা

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৪ জুন ২০২৩ @ ১২:৩৭ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৪ জুন ২০২৩@১২:৩৭ পূর্বাহ্ণ
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে তিতাস গ্যাসের কর্মকর্তা

মুহাম্মদ সাইফুর রহমান টিটু
মুন্সীগঞ্জ প্রতিনিধি।।

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার লস্করদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযানে গিয়ে স্থানীয়দের বাঁধার মুখে পড়েন তিতাস গ্যাস কর্মকর্তারা। এসময় স্থানীয়রা তিতার গ্যাসের কয়েকটি গাড়ি ও কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে অবরুদ্ধ করে রেখে, নানা রকম স্লোগান দিতে থাকেন। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম বলেন, আমরা আজ (মঙ্গলবার) সকালে গজারিয়া উপজেলার জামালদী বাস স্ট্যান্ড এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করি। বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি ছোট ছোট লাইন বিচ্ছিন্ন করার পরে আমাদের একটি টিম লস্করদী এলাকায় বড় একটি লাইন বিচ্ছিন্ন করতে যায়। তবে আমাদের উপস্থিতি টের পেয়ে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই তারা আমাদের অবরুদ্ধ করে ফেলে। তবে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। আমরা পুনরায় সেখানে অভিযান পরিচালনা করার চেষ্টা করছি।

অভিযানে আরো উপস্থিত ছিলেন- মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী প্রকৌশলী মনিরুজ্জামান, সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক (মিটার এন্ড ভিজিল্যান্স) আতিকুল ইসলাম প্রমুখ।

বিষয়টি সম্পর্কে মুন্সীগঞ্জ সদর-গজারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে গজারিয়ার লস্করদীতে তিতাস গ্যাস কর্মকর্তারা স্থানীয়দের বাঁধার মুখে পড়েন। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত পরিস্থিতি শান্ত করেছে। এই মুহূর্তে পরিস্থিতি একেবারে স্বাভাবিক আছে।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights