।।নিজস্ব প্রতিনিধি।।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদের নির্বাচনে গতকাল ১২জুন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট ফজলুল হক(নৌকা) প্রতীক নিয়ে ২৬হাজার ৭৬৮ভোট পেয়ে আবারো বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগ বিদ্রোহী প্রার্থী নুরুজ্জামান সরকার বকুল(ঘোড়া মার্কা) পেয়েছেন ২২হাজার ৯৬৯ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে আবু হুরায়রা তালুকদার(চশমা), মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ নেত্রী বর্তমান ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন(পদ্মফুল) বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ৫৩হাজার ৫০৯জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। অনুপস্থিত ভোটার সংখ্যা ২লাখ ৫হাজার ৩৬৫জন।