আজ ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

র‌্যাম্পে হাঁটার সময় পিলার পড়ে মডেলের মৃত্যু

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ১২ জুন ২০২৩ @ ১০:৪৮ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১২ জুন ২০২৩@১০:৪৮ পূর্বাহ্ণ
র‌্যাম্পে হাঁটার সময় পিলার পড়ে মডেলের মৃত্যু

।।বিনোদন ডেস্ক।।

ভারতের নয়ডায় একটি ফ্যাশন র‌্যাম্পের মঞ্চে হাঁটার সময়ে লোহার পিলার পড়ে ২৪ বছর বয়সী এক মডেল নিহত হয়েছেন। নারী এই মডেলের নাম বানিশকা চোপড়া।

নয়ডার ১৬এ সেক্টরের লাক্সমি স্টুডিওতে ওই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আলোকসজ্জার প্রয়োজনে আনা একটি লোহার পিলার মঞ্চে পড়ে গেলে ঘটনাস্থলেই ওই মডেল নিহত হন। এই ঘটনায় রবি রাজ নামে আরেকজন আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর ফ্যাশন শো আয়োজক এবং আরও চারজনকে আটক করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা মোহন অবাস্তি বলেন, বানিশকার মৃত্যুর কথা তার পরিবারকে জানানো হয়েছে। মরদেহ পোস্টমর্টেমে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে ওই শো আয়োজনে কোনো অনুমতি নেয়া হয়নি।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights