ইন্টারন্যাশনাল ডেস্ক
আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় বিপর্যয় এখন অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে রবিবার জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)। পূর্বাভাসে বলা হয়েছে, ঘণ্টায় পাঁচ কিলোমিটার গতিতে ঝড়টি উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এছাড়া পরবর্তী ছয় ঘণ্টায় এটি চরম তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
আইএমডি জানিয়েছে, ঘূর্ণিঝড় বিপর্যয় খুব সম্ভবত উত্তর দিকে আগাবে এবং পাকিস্তানের কাছে এবং সংলগ্ন সৌরাষ্ট্র এবং কুচ উপকূলে পৌঁছে যাবে। আগামী ১৫ জুন এটি অতি তীব্র ঝড় হিসেবে উপকূলে পৌঁছাতে পারে জানিয়েছে তারা।
এদিকে ঘূর্ণিঝড় বিপর্যয়ের কারণে পাকিস্তানের করাচি বন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শনিবার দেশটির আবহাওয়া বিভাগ জানায়, সেদিন ঘূর্ণিঝড়টি করাচি বন্দর থেকে প্রায় নয়শ কিলোমিটার দূরে অবস্থান করছিল। বন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
করাচি বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বাতাসের বেগ ২৫ নটিক্যাল মাইলের উপরে থাকলে পরিবহন কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া বাতাসের গতিবেগ ৩৫ নটিক্যাল মাইলের বেশি হলে কার্গো চলাচলও বন্ধ রাখা হবে। বন্দরে অবস্থানকারী জাহাজগুলোকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়।
ইডে/ কেএইচ/১১০৬২৩/১১;০২