আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

পারমাণবিক গোপন নথি বাথরুমে রাখেন ট্রাম্প

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১০ জুন ২০২৩ @ ১২:১৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১০ জুন ২০২৩@০৬:৫৩ অপরাহ্ণ
পারমাণবিক গোপন নথি বাথরুমে রাখেন ট্রাম্প

।।ইন্টারন্যাশনাল ডেস্ক ।।

যুক্তরাষ্ট্রের পরমাণু কর্মসূচি এবং সামরিক পরিকল্পনার হাজার হাজার গোপন নথি অব্যবস্থাপনার অপরাধে অভিযুক্ত হয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার বাড়ির বাথরুম, বলরুমে নথি রাখার অভিযোগে ফৌজদারি অপরাধের ৩৭টি অভিযোগ এনেছে দেশটির বিচার বিভাগ। এতে অভিযোগ করা হয়েছে, ট্রাম্প তদন্তকারীদের মিথ্যা বলার পাশাপাশি বাধা দেয়ার চেষ্টা করেন। তবে ২০২৪ সালে ফের প্রতিদ্বন্দ্বিতায় নামতে চাওয়া ট্রাম্প দাবি করে আসছেন তিনি কোনো অপরাধ করেননি।

ট্রাম্পের ব্যক্তিগত সহকারি ওয়াল্ট নোটার বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। হোয়াইট হাউজের এই সাবেক সামরিক কর্মচারির বিরুদ্ধে গোপন নথি সরিয়ে রাখার অভিযোগ আনা হয়েছে। ৪৯ পাতার এই অভিযোগপত্র যুক্তরাষ্ট্রের প্রথম কোনো সাবেক প্রেসিডেন্টকে বিচারের মুখে এনেছে। এতে বলা হয়েছে, ট্রাম্প যেসব নথি নিয়ে গিয়েছিলেন তার মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্রের পরমাণু কর্মসূচি, যুক্তরাষ্ট্র এবং অন্যদের প্রতিরক্ষা ও অস্ত্র সক্ষমতা, সামরিক হামলার মুখে যুক্তরাষ্ট্র এবং মিত্রদের সম্ভাব্য স্পর্শকাতরতা, বিদেশি হামলার প্রতিশোধের বিষয়ে সামরিক পরিকল্পনা।

প্রসিকিউটররা বলছেন, ট্রাম্প হোয়াইট হাউজ ত্যাগের সময় তার মার-এ-লাগো অবকাশ কেন্দ্রে প্রায় তিনশ ফাইল নিয়ে যান। অভিযোগপত্রে বলা হয়েছে, ওই বাসভবনে এসব নথি থাকা অবস্থায় লাখ লাখ অতিথি ও সদস্য নিয়ে অনুষ্ঠান করা হয়েছে।

প্রসিকিউটররা বলছেন, ট্রাম্প এফবিআইয়ের তদন্ত বাধাগ্রস্ত করার চেষ্টা করেন। ট্রাম্প তার এক আইনজীবীকে বলেছিলেন, এটা কি ভাল হবে না যদি আমরা শুধু তাদের বলি যে, আমাদের এখানে কিছু নেই?

ইডে/কেএইচ/তারিখ:১০০৬২৩/১২:১৫

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights