আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীকে কৃষক বুলবুলের গরু উপহার

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ১০ জুন ২০২৩ @ ১১:১৭ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১০ জুন ২০২৩@০৪:১৫ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীকে কৃষক বুলবুলের গরু উপহার

।। বিশেষ প্রতিনিধি।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোরবানির জন্য একটি গরু উপহার দিচ্ছেন কিশোরগঞ্জের কৃষক বুলবুল আহমেদ। কোরবানির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার হিসেবে দিতে একটি গরু লালন-পালন করেছেন। এটি উপহার হিসেবে দিতে চান কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরকাওনা গ্রামের কৃষক বুলবুল আহমেদ ও তার স্ত্রী ইসরাত জাহান। তাদের ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে উপহারের এই গরু গ্রহণে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৯জুন) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন কিশোরগঞ্জের বুলবুল আহমেদের গরু লালন-পালনের বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় প্রধানমন্ত্রী গরুটি গ্রহণে সম্মতি দেন। পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার বিভিন্ন গণমাধ্যমকে এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, এই বিরল ভালোবাসার কথা শুনে প্রধানমন্ত্রী খুশি হয়েছেন এবং বুলবুল আহমেদ ও তার স্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

হাসান জাহিদ তুষার আরো জানান, প্রধানমন্ত্রীর ইচ্ছা এই গরু বুলবুল আহমেদের নিজ বাড়িতেই থাকবে এবং সেখানেই কোরবানি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোরবানির গরুর মাংস স্থানীয় দরিদ্র-অসহায় জনগণের মধ্যে বিলিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। জানা গেছে, গরুটি ক্রস ব্রাহমা প্রজাতির। এই গরুতে আনুমানিক ৮০০কেজি মাংস হতে পারে বলে জানিয়েছেন কৃষক বুলবুল আহমেদ।

(ছবি- ফাইল।। গরু, ক্রস ব্রাহমা প্রজাতি)

বুলবুল আহমেদ জানান, প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার উদ্দেশে ২০২০সালে নেত্রকোনা জেলা থেকে আড়াই লাখ টাকায় এই গরু ক্রয় করেন। গরু কেনার পর কিশোরগঞ্জ জেলার বিখ্যাত পাগলা মসজিদে ৫হাজার টাকা মানতও করছিলেন, যেন গরুটি সুস্থ থাকে। অবশেষে, যথেষ্ট সেবা যত্নের মাধ্যমে গরুটি এখন পর্যন্ত সুস্থ আছে। দেখতে অনেকটা সুন্দর হয়েছে।

বুলবুল আহমেদ আরো জানান- তিনি ও তার স্ত্রী একটি বাড়ি, একটি খামার প্রকল্প থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে ও নিজের জমানো টাকা দিয়ে প্রধানমন্ত্রীর জন্য গরুটি কেনেন। গত তিন বছর ধরে তারা গরুটির নিবিড় পরিচর্যা করেছেন। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর প্রতি আবেগ ও ভালোবাসা থেকেই তারা এই গরু ক্রয় ও লালন-পালন করেন।

উপহার হিসেবে তার গরু গ্রহণে সম্মতি প্রদান করায় বুলবুল আহমেদ প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। বুলবুল আহমেদ কিশোরগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক। অন্যদিকে, ইসরাত জাহান পল্লী সঞ্চয় ব্যাংকে মাঠকর্মী হিসেবে কর্মরত। প্রধানমন্ত্রী এই গরু গ্রহণের সিদ্ধান্তে তারা স্বামী স্ত্রী উভেয়ে খুশি ও আনন্দিত। এই দম্পতি প্রধানমন্ত্রীর দীর্ঘ জীবন কামনা করেন।

বিপ্র/কেএইচ/তারিখ:১০০৬২৩/১১:১৫

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights