।। নিজস্ব প্রতিনিধি।।
আজ শুক্রবার ৯জুন মিরপুর ১নং মাজার রোডে দুই নাম্বার কলোনি এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর আনুমানিক পাঁচটার দিকে স্থানীয় ‘সততা এন্টারপ্রাইজ’ ছ’মিল থেকে আগুনের সূত্রপাত ঘটে।

ছবি-বিডিহেডলাইন্স
মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে। অবশেষে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। সততা ছ’মিলের মালিক বিডি হেডলাইনস কে জানায়- আগুনে তার অনেক টাকার কাঠ পুড়ে গেছে। কত টাকা ক্ষতি হলো তা এই মুহূর্তে বলা সম্ভব নয়, হিসেব না করে। তবে তার ছ’মিলে সব কাঠ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের সূত্রপাত কোথা থেকে তা এখনো জানা যায়নি।

ছবি-বিডিহেডলাইন্স
উল্লেখ্য, বিডি হেডলাইন্স এর অফিস মিরপুর ১নং মাজার রোডে। তাই বিডি হেডলাইন্স কর্তৃপক্ষ সরাসরি প্রত্যক্ষ করে আগুনের ভয়াবহতা। ‘কথক ক্রিয়েটিভ জোন’ ও ‘বিডি হেডলাইন্স’ এর সম্মানিত চেয়ারম্যান শফিকুল ইসলাম বুলবুল বলেন- আল্লাহ আমাদের সহায় ছিল। তাই অতি সন্নিকটে আগুন লাগার পরেও আমাদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।