।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
কয়েক বছর ইরানের কারাগারে আটক থাকার পর দুই নাগরিক মুক্তি পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার কর্মকর্তারা। অস্ট্রেলিয়া-ইরানের দ্বৈত নাগরিক কামরান গাদেরি এবং মাসুদ মোসাহেব ইউরোপীয় ও ইরানি কূটনীতিকদের বন্দি বিনিময়ের অংশ হিসেবে মুক্তি পেয়েছেন। ইরানে তারা গুপ্তচরবৃত্তি এবং নিরাপত্তা অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। এই ঘটনায় সারা বিশ্বে নিন্দার ঝড় ওঠে। এছাড়া বেলজিয়াম জানিয়েছে তৃতীয় ব্যক্তি হিসেবে নেদারল্যান্ডসের এক নাগরিকও মুক্তি পেয়েছেন।
বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার ডে ক্রু জানিয়েছে, ওমানে স্বাস্থ্য পরীক্ষার পর ওই তিনজনকে বেলজিয়ামে নিয়ে আসা হয়। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ব্রাসেলসের বাইরে মেলসব্রোয়েক সামরিক বিমানবন্দরে তাদের সঙ্গে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী হাদজা লাহবিব।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী এক টুইট বার্তায় লিখেছেন, ‘কঠিন কারাবাসের’ বছরগুলো পেরিয়ে স্বস্তি পেয়েছেন ওই দুই ব্যক্তি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের ফেরাতে ‘কোনো পাথর উল্টাতে’ বাকি রাখেনি অস্ট্রেলিয়া। ইরানে এখনও তৃতীয় আরেক অস্ট্রেলীয় আটক রয়েছে। তার কারাদণ্ড এখন আপিলে রয়েছে।
অস্ট্রেলিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার এক বিবৃতিতে বলেছেন, মুক্তির মধ্য দিয়ে ওই দুই পুরুষের দুর্ভোগের দীর্ঘ দিন শেষ হয়েছে।
২০১৬ সালে কামরান গাদেরি আটক করে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১০ বছর কারাদণ্ড দেয় ইরান। তবে তার পরিবার বলে আসছে ওই স্বীকারোক্তি জোর করে আদায় করা। তিনি মোট ২ হাজার ৭০৯দিন কারাদণ্ড ভোগ করেছেন । ৭০ বছরের বেশি বয়সী মাসুদ মোসাহেবকে ২০১৯ সালে তেহরানে গ্রেপ্তার করা হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওই অভিযোগকে ‘অস্পষ্ট জাতীয় নিরাপত্তা অপরাধ’ আখ্যা দেয়। তিনি কারাদণ্ড ভোগ করেন এক হাজার ৫৮৬ দিন।
এসআর/তারিখ:০৩০৬২৩/১০:৫৯