বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুর জেলায় ভুয়া সেনা কর্মকর্তা ও ভুয়া র্যা ব পরিচয় দানকারি ২প্রতারককে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ। সেনাবাহিনী এবং ভুয়া র্যা ব পরিচয় দিয়ে কিছুদিন পূর্বে ভিকটিম অটোরিক্সা চালক মোঃ সাইফুল ইসলাম (২০)কে অটোরিক্সসহ জয়দেবপুর থানাধীন ভাওয়াল মির্জাপুর বাজার নিয়ে যায়। সেখানে ভিকটিমকে প্রতারণা করে চেতনানাশক দ্রব্য সেবনের মাধ্যমে অজ্ঞান করে অটোরিক্সা চুরি করে পালিয়ে যায়।
গোপণ সংবাদের ভিত্তিতে ঘটনা স্থলে অভিযান পরিচালনা করেন জয়দেবপুর থানা পুলিশ এবং ঘটনাস্থল সংলগ্ন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের এবং স্থানীয় জনতার সহায়তায় জয়দেবপুর থানাধীন নয়নপুর সাকিনস্থ রাজেন্দ্রপুর সেনানিবাস, গাজীপুরের হল মার্কেটে হতে ৩১-০৫-২০২৩ তারিখে মোঃ রাজু মিয়া(৫১) পিতা- মৃত রহিম উদ্দিন, গ্রাম-সুল্লিপাড়া, থানা- পীরগাছা, জেলা-রংপুর। বর্তমান ঠিকানা গ্রাম-সারদাগঞ্জ (মোঃ হোসেন খানের বাড়ির ভাড়াটিয়া) থানা-কাশিমপুর জিএমপি, গাজীপুর ও মোঃ সোহেল(৩১) পিতা-মৃত নজরুল ইসলাম গ্রাম-বদরগঞ্জ (থানাপাড়া) থানা-বদরগঞ্জ জেলা-রংপুর। বর্তমান ঠিকানা গ্রাম-বাসন সড়ক (হাজী মোঃ ইকবাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া) থানা- বাসন জিএমপি, গাজীপুর হতে আটক করে। তাদের নিকট হতে সেনাবাহিনীর ভুয়া পরিচয় পত্র ও চেতনা নাশক দ্রব্য পাওয়া যায়। এ সংক্রান্তে ভিকটিমের মা রাশিদা বেগমের লিখিত অভিযোগের ভিত্তিতে অত্র থানায় মামলা রুজু হয়। আসামিদ্বয়কে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়
এসআর/তারিখ:০২০৬২৩/২৩:০৪