আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

দমনপীড়ন পিটিআইয়ের প্রতি সমবেদনা বাড়াবে: ইমরান খান

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ২ জুন ২০২৩ @ ০৭:৪৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ জুন ২০২৩@০৭:৪৮ অপরাহ্ণ
দমনপীড়ন পিটিআইয়ের প্রতি সমবেদনা বাড়াবে: ইমরান খান

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, গত ৯ মের বিক্ষোভকে কেন্দ্র করে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিরুদ্ধে যে দমনপীড়ন শুরু হয়েছে, তাতে প্রত্যাশিত ফলের বিপরীত প্রভাব দেখবে সরকার। এতে জনগণের মধ্যে পিটিআইয়ের প্রতি সমবেদনা বাড়বে। সঙ্গে দলের ভোটব্যাংকও সমৃদ্ধ হবে।
গত কয়েকদিনের ধারাবাহিকতায় বুধবারও ইমরান খান একাধিক টুইট করে সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন, তাঁর দলের নেতাদের সরে যেতে বাধ্য করা হচ্ছে। তিনি প্রমাণ হিসেবে সাবেক এক আইনপ্রণেতার ভিডিও হাজির করেন। ভিডিওতে সাবেক পিটিআই সংসদ সদস্য সলিম সারওয়ার জোররা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে হাসপাতালে চিকিৎসা নিতেও দিচ্ছে না।

ইমরান খান বলেন, সরকারের ‘ফ্যাসিবাদী কৌশল’ পাকিস্তানের জনগণ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে ব্যবধান আরও বাড়াবে।

এদিকে গত বুধবার মুলতান পুলিশ সামরিক স্থাপনায় হামলায় অভিযুক্ত সন্দেহভাজন পাঁচজনকে সামরিক আইনে বিচারের জন্য কমান্ডিং কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে। পরদিন বৃহস্পতিবার লাহোর হাইকোর্ট পিটিআই কর্মীসমর্থকদের গ্রেপ্তারের বিষয়টিকে অবৈধ ঘোষণা করে দ্রুত তাঁদের মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন।

গত ৯ মে ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তারের পর দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। সে সময় দেশটির সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় সন্দেহভাজন হিসেবে শত শত ব্যক্তিকে আটক করা হয়।

এমকে/তারিখ:০২০৬২৩/১৯:৪৮

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights