আজ ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

সঠিক নেতৃত্ব পেয়েছি বলেই আমরা এখনো ভালো আছি- শিক্ষামন্ত্রী

  • In জাতীয়, শীর্ষ
  • পোস্ট টাইমঃ ৮ ডিসেম্বর ২০২৩ @ ০৭:৪৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৮ ডিসেম্বর ২০২৩@০৭:৪৮ অপরাহ্ণ
সঠিক নেতৃত্ব পেয়েছি বলেই আমরা এখনো ভালো আছি- শিক্ষামন্ত্রী

।।নিজস্ব প্রতিবেদক।।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘সঠিক নেতৃত্ব পেয়েছি বলেই আমরা এখনো ভালো আছি। আর স্বস্তিতে আছি বলেই আবারও জনগণ শেখ হাসিনাকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দিবে।’

আজ শুক্রবার (৮ ডিসেম্বর) বিকালে চাঁদপুর আউটার স্টেডিয়ামে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

দীপু মনি বলেন, বিশ্ব এখন বিরাট অর্থনৈতিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে। সেই ধাক্কা বাংলাদেশেও লেগেছে। কিন্তু তারপরেও অনেক ধনী দেশের তুলনায় বাংলাদেশ স্বস্তিতে আছে।

তিনি আরও বলেন, ‘অর্থনৈতিকভাবে বাংলাদেশ অসামান্য সাফল্য অর্জন করেছে। আগামীতে আমাদের যেই স্বপ্ন রয়েছে তা পূরণে সম্ভাবনাও রয়েছে।’

স্মার্ট বাংলাদেশ গড়ার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের জন্য তরুণদের উপযুক্ত করে গড়ে তুলতে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ঘোষণা দিয়েছিলেন ২০২১ সালে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। এখন তিনি ঘোষণা দিয়েছেন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আর স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর আজকের তরুণ প্রজন্ম।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights