আজ ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ও ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ এবং ১২ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

২৪ ঘণ্টায় ১০৩ জনের করোনা শনাক্ত

  • In স্বাস্থ্য
  • পোস্ট টাইমঃ ৩১ মে ২০২৩ @ ০৭:৪৮ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩১ মে ২০২৩@০৭:৪৮ পূর্বাহ্ণ
২৪ ঘণ্টায় ১০৩ জনের করোনা শনাক্ত

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

দেশে হঠাৎ করে আবার করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ১০৩ জনের শরীরে শনাক্ত হয়েছে এই ভাইরাস। এদের মধ্যে ৯৭ জন ঢাকা মহানগরের। বাকিরা ঢাকার বাইরের বাসিন্দা। তবে এসময় করোনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বুধবার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হয়েছে ২০ লাখ ৩৯ হাজার ৩৪৭ জনে। অন্যদিকে মৃতের সংখ্যা যা ছিল, অর্থাৎ ২৯ হাজার ৪৪৬ জনে রয়েছে।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে এক হাজার ৭০৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় এক হাজার ৭০৯টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্য থেকে সেরে উঠেছেন ১৮ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৬২৬৭ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights