আজ ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ও ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ এবং ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

লালমনিরহাট-১ আসনে সোনালী ব্যাংকের সাবেক এমডি সহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩ ডিসেম্বর ২০২৩ @ ০৭:৩০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩ ডিসেম্বর ২০২৩@০৭:৩০ অপরাহ্ণ
লালমনিরহাট-১ আসনে সোনালী ব্যাংকের সাবেক এমডি সহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল

মিঠু মুরাদ
স্টাফ রিপোর্টার।।

লালমনিরহাটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাইবাছাই শুরু হয়েছে।

এতে আট জনের মধ্যে স্বতন্ত্র তিনটি প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ।

রোববার (৩ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুপুর ২ টায় লালমনিরহাট-১ আসনে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাইবাছাই কার্যক্রম শুরু হয়।

সোনালী ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতাউর রহমান প্রধানসহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল করেছে লালমনিরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।

যাদের মনোনয়নপত্র বাতিল, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী সোনালী ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান, স্বতন্ত্র প্রার্থী হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কে এম আমজাদ হোসেন তাজু ও আব্দুল বাকি।

যাদের মনোনয়নপত্র বৈধ, লালমনিরহাট-১ আসেন সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, হাবিবুর হক বসুনিয়া মানিকুর রহমান, আজম আজহার হোসেন।

প্রার্থীতা বাতিল হওয়া কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য আতাউর রহমান প্রধান বলেন, সামান্য বিষয়ে আমার মনোনয়ন টি জেলা রিটার্নিং কর্মকর্তা বাতিল করেছে আমি অবশ্যই উচ্চ আদালতে আবেদন করবো। প্রার্থিতা ফিরে পেয়ে ইনশাআল্লাহ লালমনিরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করবো।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
শিরোনামঃ
Verified by MonsterInsights