এস এম শফিকুল ইসলাম
জয়পুরহাট প্রতিনিধি।।
বাংলাদেশের কিশোর-কিশোরী, তরুণ, লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠী ও প্রান্তিক জনগোষ্ঠীর যৌন ও প্রজনন স্বাস্থ্যের বিষয়গুলো সচেতন করার লক্ষে জয়পুরহাটে যুব সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের স্বপ্ন ছায়া কমিউনিটি সেন্টারে অধিকার এখানে, এখনই’ প্রকল্পের আয়োজনে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষন কর্মশালায় যৌন ও প্রজনন স্বাস্থ্যের বিষয় নিয়ে কথা বলেন অধিকার এখানে, এখনই প্রকল্পের কো অডিনেটর মাধুরি সূত্রধর, প্রকল্পটির জেলা সংগঠক মুর্শিদা খাতুন।
এসময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার যুব সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কিশোর-কিশোরী, তরুণ ও যুবাদের ক্ষমতায়নের মাধ্যমে তাদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সম্পর্কে সিদ্ধান্ত নিতে প্রস্তুত করাই এই প্রকল্পের উদ্দেশ্য। তারা যেনো নিজেদের চাহিদা ও অধিকারের কথা বলতে পারে এবং সমাজে লৈঙ্গিক সমতা প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখতে পারে, তা নিশ্চিত কাজ করবে ‘অধিকার এখানে, এখনই’।