আজ ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ও ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ এবং ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

জামালপুরে ট্রেনে অগ্নিসংযোগ ঘটনা, বিএনপির সভাপতিসহ গ্রেফতার ১১

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ২০ নভেম্বর ২০২৩ @ ১১:৩৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২০ নভেম্বর ২০২৩@১১:৩৬ অপরাহ্ণ
জামালপুরে ট্রেনে অগ্নিসংযোগ ঘটনা, বিএনপির সভাপতিসহ গ্রেফতার ১১

জাহিদুর রহমান উজ্জল
জামালপুর প্রতিনিধি।।

জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় জামালপুর শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী খানসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে তাদেরকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটকৃত রা হলো, মুনছের আলী (৩৬), বাবু মিয়া (৫৫), রমজান আলী (৩৫), রেজাউল করিম (৪৫), নজরুল ইসলাম (৩২), সুজন মিয়া (৩৪), রাজা মিয়া (২৬), আশিক মিয়া (১৯), মোরাদ হাসান (২৩), মোশারফ হোসেন ওরফে আকাশ (২৫)। তাদেরকে জেলার বিভিন্নস্থান থেকে আটক করা হয়।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলজার হোসেন বলেন, হরতাল সমর্থনকারীরা নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। মামলার সূত্র ধরে এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য গত শনিবার রাত দেডটার দিকে জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনের দুইটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় সরিষাবাড়ি থানা পুলিশ একটি মামলা দায়ের করলে পুলিশ এই গ্রেফতার অভিযান পরিচালনা করেন।

নিউজ শেয়ারঃ

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

নিউজ শেয়ারঃ
 ঘোষণাঃ
বিডি হেডলাইন্স ২৪ ডট কম
শিরোনামঃ
Verified by MonsterInsights